শিরোনাম
◈ ৫ ব্যাংকের আমানত ফেরত সিদ্ধান্ত, কিন্তু শেয়ার বিনিয়োগকারীরা রয়ে গেল অনিশ্চয়তায় ◈ কর ব্যবস্থার মৌলিক সংস্কারে ৫৫ সুপারিশ, প্রতিবেদন গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ◈ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে: তারেক রহমান ◈ নিরবতা ভাঙলো আইসিসি, বিশ্বকা‌পের জন‌্য অ্যাক্রেডিটেশন পাচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা ◈ টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ ◈ বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি ◈ ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ১১:৪৬ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিফ জেবতিক: লোকগান শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ ভারতের ডক্টরেট ডিগ্রী

আরিফ জেবতিক: আমাদের কিংবদন্তী লোকগান শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ ভারতের গ্লোবাল হিইম্যান পিস নামের একটি ওয়েবসাইট ভিত্তিক 'ইউনিভার্সিটি' থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী জোগাড় করেছেন। উনার দেখাদেখি আমিও একটা ডক্টরেট কিনতে সেই সাইটে ঢু মেরেছিলাম, কিন্তু ব্যান্ডউইথ লিমিট ক্রস করায় ডক্টরেটের দোকানটি আপাতত বন্ধ আছে। মনে হচ্ছে, মমতাজের সাফল্যে উৎসাহিত হয়ে আমার মতো আরো অনেকেই সাইটে দামাদামি করতে গেছেন।

আমাদের সব পত্রিকা অত্যন্ত আগ্রহ নিয়ে এই খবরটি ছেপেছেন, কোথা থেকে কেমনে এই ডিগ্রী এসেছে সেটা গুগুল করার মতো সময় তাদের হয় নি। এতে করে মমতাজের সম্মানসূচক ডক্টরেটের উসিলায় উনার সম্মানে বরকত হোক, এই দোয়া আমিও করি।

সমস্যা এখানে নয়। সমস্যা হচ্ছে  ইন্ডিয়া সরকার কিন্তু এই ধরনের ফেইক ভার্সিটিগুলোর বিরুদ্ধে প্রায়ই অভিযান পরিচালনা করে। মমতাজ যে ওয়েব ভার্সিটি থেকে 'ডক্টরেট' নিয়েছেন সেই ভার্সিটি গত ২৬ সেপ্টেম্বর তারিখে চেন্নাইয়ে এক হোটেলে এরকম 'ডক্টরেট' প্রদানের অনুষ্ঠান করেছিল যেখানে ঐদিন মমতাজের মতোই ১২০ জনের 'সম্মানসূচক ডক্টরেট' দেয়ার অনুষ্ঠান ছিল। পুলিশের হানা টের পেয়ে সেই সম্মানসূচক ডিগ্রী প্রত্যাশি লোকজন পড়িমরি করে দৌঁড়ে পালাতে গিয়ে অনেকেই উস্টা খেয়ে পায়ের নখ ভেঙেছিলেন।

এখন আমাদের দেশেও কিন্তু এই ধরনের মাগনা খেতাব নেয়ার একটা ভালো ট্রেন্ড আছে। এখানে মাদার তেরেসা পদক, গান্ধী পদক, এরকম নামে ক্রেস্ট বিতরন করা হয় এবং পয়সা দিয়ে সেই পদকগুলো অনেকেই কিনে নেন।

গোটা বিষয়টাকে একটা ইন্ডাস্টিলাইজেন করার জন্য আমি প্রস্তাব দিচ্ছি। ধরুন সেপ্টেম্বরের সেই ডক্টরেট বিতরন অনুষ্ঠানে মমতাজ আছেন এবং তাকে ইন্ডিয়ার পুলিশ এরেস্ট করে তারপর জানল যে তিনি আমাদের দেশের একজন এমপি- এতে আমরা কী পরিমান হাসাহাসির শিকার হতাম !

এখন জিনিসটা যদি বাংলাদেশের ভেতরেই করা যায় তাহলে দেশের টাকা দেশেই থাকতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব ডিপার্টমেন্টে সান্ধ্যকালীন কোর্স বিক্রি করার সুযোগ নেই ( যেমন ধরা যাক পালি বিভাগ) এরা সরাসরি পয়সা দিয়ে ডক্টরেট বিক্রি করতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ব্র্যান্ড নেম, এতে করে ৩০ লাখ টাকা করে একেকটা ডক্টরেট কাগজ কেনার লোকের অভাব হবে না। বছরে একশ ডক্টরেট বিক্রি করলে ভার্সিটির ৩০ কোটি টাকা আয় হয়, সেটা দিয়ে হল তৈরি করা যায়, ছাত্রদের জন্য সুষম খাবারের সংস্থান করা যায়, গবেষনায় বাজেট দেয়া যায়।

বিষয়টা ভেবে দেখা দরকার।

অন্তত কেউ আমারে কলিমুল্লাহ স্যারের ফোন নাম্বারটা দেন, একটা ফোন করে দেখি।

স্যার ঢাকায় বসে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য এই আইডিয়াটা পছন্দ করবেন, আমি একদম শিওর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়