শিরোনাম
◈ বেনাপোল বন্দরে আর্মড পুলিশের পরিবর্তে জেলা পুলিশ নিয়োগ ◈ হাসিনার ফাঁসির রায়: বৈঠক শেষে যে বার্তা দিলো বিএনপি ◈ শেখ হাসিনার রায় নিয়ে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের প্রতিক্রিয়া ◈ শেরপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি ◈ কেউ আইনের ঊর্ধ্বে নয়: প্রধান উপদেষ্টা ◈ পল্লবী‌তে দোকানে ঢুকে থানা যুবদল নেতা কিব‌রিয়া‌কে গুলি করে হত্যা  ◈ যেই দুই উপায়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব, জানালেন তাজুল ইসলাম (ভিডিও) ◈ গোপালগঞ্জে দলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা আ. লীগ সভাপতির ◈ হাসিনা রায়ের খুশিতে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ: বাবুগঞ্জে ছাত্রদল নেতার মৃত্যু ◈ হাসিনা রায়ের পর ভাইরাল ভিডিও নিয়ে হুম্মাম: ‘বাবা বলেছিলেন, পুরো দেশেরও একই বিশ্বাস ছিল’

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৭:৩৬ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে ভ্রাম্যমাণ গাড়িতে মিলছে দুধ-ডিম-মাংস

মমতাজুর রহমান: [২] দেশব্যাপী করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে বগুড়ার আদমদীঘি উপজেলায় ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড় টায় উপজেলা প্রশাসন, প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ব্যবস্থাপনায় উপজেলা বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা।

[৩] উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার কামরুন্নাহার আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডাঃ মাসুদ রানা, ডেইরি এ্যাসোসিয়েশনের সদস্য ফারুক হোসেন, পোল্ট্রি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খায়রুল আলম রবিনসহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দরা।

[৪] ডা: কামরুন্নাহার আকতার বলেন, মহামারি করোনাভাইরাসের কাছে আমরা আসলে অসহায়। এ মুহূর্তে মানুষের দরকার রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করা। এজন্য প্রয়োজন দুধ, মাংস ও ডিম। এ তিনটি প্রাণিজাত পণ্য যাতে জনগণের দোরগোড়ায় পৌঁছায় সেজন্য সরকার এ ব্যবস্থা নিয়েছে।

[৫] তিনি আরো বলেন, লকডাউনেও খামারিরা যাতে তাদের পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করতে পারেন এবং আমরা মানুষের হাতে নিরাপদ প্রাণিজ আমিষ পৌঁছে দিতে পারি- সেজন্য আমাদের এ প্রয়াস। আমাদের ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে প্রতিটি পণ্য বাজার দামের চেয়ে কম। এছাড়া গাড়ি উপজেলার বিভিন্ন পয়েন্টে পৌছাবে। এতে ক্রেতা সাধারণ সহজেই এসব পণ্য কিনতে পারবেন। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়