জিএম মিজান: [২] বগুড়া শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের পানিহালী এলাকায় থেকে ধান ক্ষেত থেকে সিয়াম (৮) নামে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১টায় লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত সিয়াম নন্দীগ্রাম উপজেলার তেতুলগাড়ী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
[৩] জানা যায়, নন্দীগ্রাম উপজেলার তেতুলগাড়ী গ্রামের বাড়ীতে সকাল থেকে সিয়াম আশেপাশে খেলাধুলা করছিল। দুপুরে প্রায় দুই কিলোমিটার দূরে পানিহালী গ্রামের ধানক্ষেতে গলাকাটা লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
[৪] নিহত সিয়াম তিন ভাই বোনের মধ্যে সবার ছোট। সিয়াম মাতৃগর্ভে থাকাকালে ২০১৩ সালে তারা বাবা ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় পুড়ে মারা যায়। এরপর থেকে তার মা তিন সন্তান নিয়ে বাড়ীতেই বসবাস করতেন। কারও সাথে তাদের কোন শত্রুতা নেই।
[৫] সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (জেলা পুলিশের মিডিয়া ও মুখপাত্র) ফয়সাল মাহমুদ এ প্রতিবেদক-কে বলেন, ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব শীঘ্রই মূল আসামীকে গ্রেফতার করা হবে এবং এই হত্যাকান্ডের রহস্য উদঘটন হবে। সম্পাদনা: সাদেক আলী