শিরোনাম
◈ শরীয়তপুরে ৪৫টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, আটক ৪ (ভিডিও) ◈ ৩০ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন ◈ এলপিজি আমদানিকারকদের জন্য সহজ হলো ঋণ সুবিধা ◈ জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু ◈ নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প ◈ গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়: মির্জা ফখরুল (ভিডিও) ◈ পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের, যে কারণে খুন হন বনশ্রীর সেই শিক্ষার্থী ◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন ◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৭:৩৯ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে করোনায় নতুন আক্রান্ত ৭১

আফরোজা সরকার: [২] বিভাগের ৮ জেলার মধ্যে গতকাল সোমবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় একদিনে ৩‘শ৮০ জনের টেষ্ট করে নতুন করে ৭ জেলায় ৭১ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।

[৩] এ সময়ে রংপুরে ১ জনের মৃতু্্য হয়েছ্যে। সুস্থ্য হয়েছেন ৩৯৭জন। এ নিয়ে বিভাগে ১ লাখ ১৮ হাজার ৭শ’ ২৮ জনের টেষ্ট করে মোট ১৬ হাজার ৯শ’ ৬০ জন আক্রান্ত পাওয়া গেছে।

[৪] এছাড়া ৩শ’ ২০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১৫ হাজার ৮শ’ ৪৮ জন রোগী সুস্থ হয়েছেন।

[৫] বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আহাদ আলীর কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের দিনাজপুরে ৩০, রংপুরে২১, ঠাকুরগাঁয় ৭, নীলফামারীতে ৬, গাইবান্ধায় ৫ পঞ্চগড়ে ১ এবং লালমনিরহাট জেলায় ১ জন কোরে করোনায় আক্রান্ত হয়েছেন।

[৬] বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ৫ হাজার ৭৬ জন আক্রান্ত ও ১শ’ ১৫ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৪ হাজার ৩শ”২৭ জন আক্রান্ত ও ৭৪ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৫শ’ ৯৩ জন আক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৫শ’ ৮৮ জন আক্রান্ত ও ১৭ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৪শ’ ৫৬ জন
অক্রান্ত ও ৩২ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৭১ জন আক্রান্ত ও ১৬ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৫ জন আক্রান্ত ও ১১ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮শ’ ১৫ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।

[৭] এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ২৮৮ জনসহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৯৯ হাজার ৫শ’ ৫৩ জন। একই সময়ে ১৯৫ জনসহ মোট ৯৫ হাজার ৫শ’ ৬৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়