শিরোনাম
◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার ◈ এআই মানবীকে মন্ত্রী বানিয়ে দিল বিশ্বের প্রথম দেশ আলবেনিয়া! ◈ জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই আবদুর রশিদ জিতু ◈ কলকাতায় সাইনবোর্ডে বাংলায় নাম লেখা বাধ্যতামূলক, না মানলে ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মেয়রের

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৭:৩৯ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে করোনায় নতুন আক্রান্ত ৭১

আফরোজা সরকার: [২] বিভাগের ৮ জেলার মধ্যে গতকাল সোমবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় একদিনে ৩‘শ৮০ জনের টেষ্ট করে নতুন করে ৭ জেলায় ৭১ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।

[৩] এ সময়ে রংপুরে ১ জনের মৃতু্্য হয়েছ্যে। সুস্থ্য হয়েছেন ৩৯৭জন। এ নিয়ে বিভাগে ১ লাখ ১৮ হাজার ৭শ’ ২৮ জনের টেষ্ট করে মোট ১৬ হাজার ৯শ’ ৬০ জন আক্রান্ত পাওয়া গেছে।

[৪] এছাড়া ৩শ’ ২০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১৫ হাজার ৮শ’ ৪৮ জন রোগী সুস্থ হয়েছেন।

[৫] বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আহাদ আলীর কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের দিনাজপুরে ৩০, রংপুরে২১, ঠাকুরগাঁয় ৭, নীলফামারীতে ৬, গাইবান্ধায় ৫ পঞ্চগড়ে ১ এবং লালমনিরহাট জেলায় ১ জন কোরে করোনায় আক্রান্ত হয়েছেন।

[৬] বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ৫ হাজার ৭৬ জন আক্রান্ত ও ১শ’ ১৫ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৪ হাজার ৩শ”২৭ জন আক্রান্ত ও ৭৪ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৫শ’ ৯৩ জন আক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৫শ’ ৮৮ জন আক্রান্ত ও ১৭ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৪শ’ ৫৬ জন
অক্রান্ত ও ৩২ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৭১ জন আক্রান্ত ও ১৬ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৫ জন আক্রান্ত ও ১১ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮শ’ ১৫ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।

[৭] এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ২৮৮ জনসহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৯৯ হাজার ৫শ’ ৫৩ জন। একই সময়ে ১৯৫ জনসহ মোট ৯৫ হাজার ৫শ’ ৬৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়