হাবিবুর রহমান: [২] নেত্রকোণার পূর্বধলায় লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ করেছে উপজেলার সাধারণ জনতা।
[৩] সোমবার (১২ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে প্রতিবাদে বিক্ষোভ অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। লকডাউন দেন, ভাত দেন, সন্তান যখন না খেয়ে শয়, কি করে মা-বাপ ঘরে রয়?, লকডাউন মানবো তবে, পেটে ভাত জুটবে যবে এসব স্লোগানে স্লোগানে বিভিন্ন বয়সের নারী শিশু বিক্ষোভ সমাবেশ করে। তারা লকডাউনে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও খাদ্য সহায়তার দাবি জানান।
[৪] খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন উপস্থিত হয়ে প্রয়োজনীয় ত্রাণসামগ্রীর প্রদানের আশ্বাস দিলে তারা প্রতিবাদ বিক্ষোভ তুলে নেন। সম্পাদনা: হ্যাপি