শিরোনাম
◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না ◈ বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল ◈ ৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ (ভিডিও) ◈ খালেদা জিয়ার ভারতের জলপাইগুড়িতে জন্ম ও শৈশব নিয়ে যা জানা যায় ◈ ২১ বছর পর চূড়ান্ত হলো জাতীয় নগর উন্নয়ন নীতিমালা, নগরায়ণে নতুন দিশা দিচ্ছে সরকার ◈ আমি আমার মতো করেই রাজনীতি চালিয়ে যাব: রুমিন ফারহানা

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৬:৪২ বিকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সিরাজগঞ্জে ১৭৮টি ভোটকেন্দ্রে ঝুঁকিপূর্ণ

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। নিবার্চনে সিরাজগঞ্জের ৬টি আসনে ৯২৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১৭৮টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ, ২৮১টিকে ঝুঁকিপূর্ণ ও ৪৬৪টিকে সাধারণ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারী) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে সরেজমিন পরিদর্শন করা হচ্ছে। জেলার বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শনের ছবিগুলো ইতিমধ্যে পুলিশ প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলায় মোট ভোটারসংখ্যা ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। জেলার ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন সিরাজগঞ্জ-৬ আসনে (শাহজাদপুর উপজেলা)। এই আসনে ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৩৮৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৬ হাজার ৪১২ জন ও নারী ২ লাখ ৩৮ হাজার ৯৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ৩জন রয়েছেন।

অপরদিকে সবচেয়ে কম ভোটার রয়েছে সিরাজগঞ্জ-১ আসনে (কাজীপুর ও সদর উপজেলার একাংশ)। এখানে ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ২৪ জন। এখানে পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ৬৭৬ জন ও নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছেন ৪জন।

সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ) আসনে ভোটার রয়েছেন ৪ লাখ ৬৯ হাজার ৮৭৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৫ হাজার ২৪৮ ও নারী ২ লাখ ৩৪ হাজার ৬২৬ এবং তৃতীয় লিঙ্গের ৪জন।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৪২৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২২ হাজার ৭৩৭ ও নারী ২ লাখ ২১ হাজার ৬৮৩ এবং তৃতীয় লিঙ্গের ৭জন।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৮২১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৩ হাজার ৬৮০ ও নারী ২ লাখ ৩২ হাজার ১২৫ এবং তৃতীয় লিঙ্গের ১৬ জন।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৩২১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৮ হাজার ৬৬৪ ও নারী ২ লাখ ৭ হাজার ৬৫৫ এবং তৃতীয় লিঙ্গের দুজন।

এ বিষয়ে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, আমরা ইতিমধ্যে কেন্দ্রগুলো পরিদর্শন করছি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সব কেন্দ্র পরিদর্শন শেষ হলে বিস্তারিত জানানো হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কি ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়েও পরে জানানো হবে বলে তিনি জানান।

সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বলেন, জেলার ৬টি আসনে মোট ভোটার ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা আমরা করি না। এটা করে পুলিশের ডিএসবি শাখা। তবে আমাদের কাছে সব কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ।

এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, ইতিমধ্যে আমরা জেলার বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেছি। কিছু কিছু ভোটকেন্দ্র মেরামত করা হয়েছে, যাতে জনগণ ভোট দিতে এসে সঠিকভাবে ভোট দিতে পারে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের চরাঞ্চলের কিছু ভোটকেন্দ্র আছে, সেখান পৌঁছাতে নৌকা করে যেতে হয়। ভোটকেন্দ্রে যেতে অনেক সময় লাগে, চলাচলের জন্য নৌকা ছাড়া কোন ব্যবস্থা নেই। সেই কেন্দ্রগুলোকে আমরা ঝুঁকিপূর্ণ মনে করি, তাছাড়া অন্যকোন সমস্যা দেখছি না। সমস্যা যেগুলো ছিল আমরা সমাধানে চেষ্টা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়