শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৮:২১ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে করোনায় দুই নারীর মৃত্যু

অহিদ মুুকুল : [২] জেলায় করোনা সংক্রমণ প্রতিদিন বাড়ছে। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে করোনায় শনাক্তের হার বেড়ে ৮শতাংশ।

[৩] গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছেন দুই জন। একইদিন করোনা উপসর্গে মারা গেছেন আরও দুই জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৫জন।

[৪] রোববার দুপুরে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

[৫] সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নোয়াখালীতে করোনা রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত শনিবার (১০ এপ্রিল) জেলার সেনবাগ উপজেলার বাসিন্দা রেখা বেগম (৪০) ও সদর উপজেলার মন্নান নগর এলাকার বিউটি বেগম (৪০) করোনায় আক্রান্ত হয়ে শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন।

[৬] চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার পর মারা যান তারা। মৃত দুই জনের শ্বাসনালিতে ৫০শতাংশের বেশি ইনফেকশন ছিল।

[৭] এছাড়াও জ্বর, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে শনিবার হাসপাতালে মারা গেছেন সদর উপজেলার চন্দ্রাপুর গ্রামের মাহবুবুল হক (৬৫) ও চরদরবেশপুর গ্রামের হাজী ছায়েদ আহমদ (৮০)।

[৮] এদিকে জেলা শহর ও শপিংমলগুলো ঘুরে দেখা গেছে আগের তুলনায় মানুষের মাস্ক ব্যবহার বাড়লেও বিভিন্ন স্থানে সমাগম করতে দেখা গেছে। এতে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

[৯] জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, এখনই সচেতন না হলে করোনা সংক্রমণ রোধ করা কঠিন হয়ে যাবে। তাই সবাইকে মাস্ক ব্যবহার করে স্বাস্থ্যবিধি মেনে চলতে তিনি অনুরোধ করেছেন।

[১০] একই সাথে জনসচেতনতা বৃদ্ধিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে বলেনও জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়