রাজু আহমেদ: [২] জেলার সীতাকুন্ড থানাধীন, চৌধুরী ঘাটা নামক স্থানে যমুনা শিপইয়ার্ডে কাটিং এর কাজ করার সময় গ্যাস লাইনের পাইপ বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হয়েছেন ।
[৩] রোববার বিকাল ৩:৩০টায় এ হতাহতের ঘটনা ঘটে, আহতদের চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে ৩৬নং বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি নেন।
[৪] অগ্নিদগ্ধদের মধ্যে জিহাদ, এবং আব্দুস সামাদ এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় রেফার করা হয়, এদিকে মোঃ জিহাদ (বার্ন ৩০%),আব্দুস সামাদ (বার্ন ২৫%),মোহাম্মদ পাইলট (বার্ন ২৫%) শরীর অগ্নিদগ্ধ হয়েছে।