হারুন-অর-রশীদ: [২] জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
[৩] তারা হলেন, জেলা শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মো. ফিরোজ (৬০), আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদি গ্রামের আনোয়ারা বেগম (৫০) ও সদর উপজেলার চরমাধবদিয়া গ্রামের হাসনাহেনা (৪৮)। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ১৩৪ জন।
[৪] জেলার সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত জেলায় ৯ হাজার ২৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৬৭ জন। রোববার (১১ এপ্রিল) পর্যন্ত করোনায় প্রাণ গেছে ১৩৪ জনের। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৫৪৭ জন। ফরিদপুরে আক্রান্তের হার শতকরা ২১.১২ এবং মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।
[৫] এদিকে সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান গণমাধ্যমকে জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুই নারী ও একজন পুরুষ মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন সম্পন্ন করা হবে।
[৬] জেলা প্রশাসক অতুল সরকার বলেন, বৈশ্বিক দুর্যোগ করোনার প্রাদুর্ভাব থেকে নিজের সুরক্ষা এবং অন্যের সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর কোনো বিকল্প নেই। সম্পাদনা: জেরিন আহমেদ