শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৬:১৪ বিকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় যুবকের মৃত্যু, আটক এক

অহিদ মুুকুল: [২] জেলা সদরের ধর্মপুর ইউপির চর কলমি গ্রামের ল্যাংড়ার দোকান এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক অটো যাত্রী নিহত হয়েছেন। রোববার দুপুরে চরজব্বর থানার পুলিশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।

[৩] নিহত শেখ মোহাম্মদ হাবিবুল্লাহ কোম্পানীগঞ্জের চর এলাহী ইউপির চর কলমি গ্রামের কালা মিয়ার ছেলে।

[৪] স্থানীয়রা জানান, শনিবার রাতে সুবর্ণচর উপজেলা থেকে জেলা শহর মাইজদী যাওয়ার পথে অটোকে পিছন থেকে একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দিলে ঘটনাস্থলেই হাবিবুল্লাহ মারা যায়। পরে ঘাতক অ্যাম্বুলেন্স ড্রাইভার গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে সুবর্ণচর উপজেলার থানার হাট বাজার থেকে গতিরোধ করে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

[৫] অপরদিকে, খবর পেয়ে চরজব্বর থানা পুলিশ শনিবার রাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

[৬] চরজব্বর থানা সূত্রে জানা যায়, আটককৃত অ্যাম্বুলেন্স ড্রাইভার রফিকুল, জামালপুর জেলার সিরাজুল হকের ছেলে।

[৭] চরজব্বর থানার ওসি জিয়াউল হক আরিফ খন্দকার বলেন, মরদেহ যেহেতু দুর্ঘটনাস্থল সুধারাম থানার অধীনে তাই বিকেলের দিকে আটককৃত অ্যাম্বুলেন্স ড্রাইভারকে সুধারাম থানায় হস্তান্তর করা হবে।

[৮] পরবর্তীতে সুধারাম থানা এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়