শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৬:০১ বিকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাওরান বাজারে র‌্যাবের অভিযানে ২ টন জাটকা জব্দ, ৭ জনের দণ্ড

সুজন কৈরী: [২] রাজধানীর কাওরান বাজার মাছের আড়তে অভিযান চালিয়ে দুই দশমিক ২টন জাটকা ইলিশ জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে জাটকা বিক্রি করায় ৭ আড়ৎ মালিককে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৩] রোববার ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় কাওরান বাজারের বেশ কয়েকটি মাছের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাব-২। আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।

[৪] র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ইলিশ রক্ষার লক্ষ্যে জাটকা শিকার, পরিবহন ও বেচা-কেনা নিষিদ্ধ করেছে সরকার। জাটকা শিকার, বিক্রি নিষিদ্ধ থাকলেও কতিপয় অসাধু ব্যবসায়ী অতি মুনাফার উদ্দ্যেশে এই নিষিদ্ধ জাটকা বিক্রি করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। এর প্রেক্ষিতে র‌্যাব-২ একটি বিশেষ দল গঠন করে জাটকা মাছ ব্যবসায়ীদের সিন্ডিকেটকে ধরতে গোয়েন্দা কার্যক্রম চালায়। এরই ধারাবাহিকতায় কাওরান বাজারে বেশ কয়েকটি মাছের আড়তে বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় আদালত দেখতে পান, আইন অমান্য করে ৪ থেকে ৬ ইঞ্চি আকারের জাটকা ইলিশ অবৈধভাবে মজুদ ও বিক্রি করছেন ব্যবসায়ীরা। এই অপরাধে ৭টি আড়তের মালিককে মোট ৩১ হাজার টাকা জরিমানা ও ২ দশমিক ২ টন জাটকা ইলিশ জব্দ করার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। অভিযান শেষে জব্দ জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা ও গরিব-দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়