স্পোর্টস ডেস্ক : [২] খেলার প্রথমার্ধ ছন্দহীন ছিলো বায়ার্ন মিউনিখের খেলা। প্রতিপক্ষের চাপ সামলে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত লড়াই করলো তারা। তার পরেও জয়ের দেখা পেলো না চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
[৩] বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের এবার তাদের মাঠেই রুখে দিল ইউনিয়ন বার্লিন। আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার (১০ এপ্রিল) বুন্দেসলিগার ম্যাচটি ১-১ ড্র হয়েছে। দ্বিতীয়ার্ধে জামাল মুসিয়ালার গোলে বায়ার্ন এগিয়ে যাওয়ার পর শেষ দিকে সমতা টানেন মার্কাস ইনভার্সেন। গত ডিসেম্বরে আসরের প্রথম দেখায় ঘরের মাঠে বায়ার্নকে একই ব্যবধানে রুখে দিয়েছিল ইউনিয়ন বার্লিন।
[৪] সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা দুই ম্যাচ জয়হীন রইল গতবারের ট্রেবলজয়ী বায়ার্ন। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের প্রথম লেগে পিএসজির বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল তারা। লিগে টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারানো বায়ার্ন ২৮ ম্যাচে ২০ জয় ও পাঁচ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। একই সময়ে ভার্ডার ব্রেমেনকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া লাইপজিগ সমান ম্যাচে ১৮ জয় ও ছয় ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। বিডিনিউজ/ গোল ডটকম