শিরোনাম
◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৮:৩৫ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধায় আওয়ামী লীগ নেতার বাসা থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

আনোয়ার হোসেন: [২] গাইবান্ধা পৌর শহরের খানকা শরীফ সংলগ্ন নারায়নপুর এলাকায় আজ শনিবার দুপুরে জেলা আওয়ামীলীগ নেতা মাসুদ রানার বাসা থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করছে পুলিশ। মাসুদ রানা জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক।

[৩] নিহত ব্যক্তি শহরের থানা পাড়ার মৃত হযরত আলীর ছেলে সাবেক আফজাল সুজের মালিক হাসান মিয়া(৪৫)।

[৪] পুলিশ ও প্রত্যক্ষদর্শীররা জানায়, আজ সকালে শহরের খানকা শরীফ সংলগ্ন নারায়নপুর এলাকায় আওয়ামী লীগ নেতার বাসায় একটি লাশ ঝুলে রয়েছে বলে পুলিশকে খবর দেওয়া হয়। দুপুর ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে এই ঘটনায় জরিত সন্দেহে আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে আটক করা হয়েছে। তাকে কড়া নিরাপত্তায় বাসা থেকে থানায় নিয়ে যাওয়া হয়।

[৫] নিহত হাসানের পরিবারের সদস্যরা জানায়, ২৬ দিন আগে হাসান লালমনির হাটে এক আত্নীয় বাড়িতে দাওয়াতে যান। সেখান থেকে মাসুদ রানা ও তার সহযোগীরা হাসানকে গাইবান্ধায় অপহরন করে নিয়ে আসেন। নিহত হাসানের পরিবারে কাছে দাবি করেন মাসুদ রানা সুদের টাকা পাওয়ার। হাসানের স্ত্রীর কাছে মাসুদ রানা দাবি করেন তাকে পাঁচ লক্ষ টাকা দিলে ছেড়ে দিবে। হাসানের স্ত্রী মাসুদের কাছে জানতে চান, ”এত গুলো টাকা ক্যানো আপনাকে দিতে হবে?”উত্তরে মাসুদ জানান ,”তোর স্বামীকে বাঁচাতে চাইলে আমি যে টাকা কথা বলছি সেই টাকাই দিতে হবে। আমার কথা বলার ওত সময় নেই”। নিহতের পরিবারের সদস্যরা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীসহ আওয়ামীলীগের অনেক নেতাকে জানিয়েও আমার স্বামীকে অপহরন থেকে মুক্তি করতে পারিনি।

[৬] গাইবান্ধা সদর থানার ওসি মো. মাহফুজার রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তবে হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

[৭] শহরের খানকা শরীফ নারায়নপুর এলাকাবাসী জানায়, বেশকিছু দিন ধরে সুদের টাকার জন্য হাসান আলীকে নিজ বাসায় আটকে রাখেন মাসুদ রানা। এনিয়ে সদর থানায় শালিশ বৈঠকও হয়। আজ শনিবার তার বাসা থেকে এই লাশ উদ্ধার করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়