আফরোজা সরকার: [২] রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদ ও এমপি পত্নী সুরভী চৌধুরী।
[৩] তিনি জানান, বুধবার নমুনা পরীক্ষায় ডিউক চৌধুরীর করোনা শনাক্ত হয়। এখন তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তিনি বর্তমানে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন। বাসায় থেকেই তিনি নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। এদিকে নিজ এলাকায় শুক্রবার জুমার নামাজের পর তার সুস্থতা কামনা করে দোয়া মাহাফিলের আয়োজন করে পরিবার ও বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। সম্পাদনা: সাদেক আলী