শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০১:২৭ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভালোবাসা বীরকন্যা প্রীতিলতা’ ছবির একটি গানে প্লেব্যাক করছেন পপ গায়িকা চট্টলাকন্যা এলিটা করিম

ইমরুল শাহেদ: ঐতিহাসিক উপাদান সমৃদ্ধ অনুদানের অর্থ সহায়তায় নির্মিত এই ছবিটি পরিচালনা করছেন প্রদীপ ঘোষ। এর আগে তিনি নির্মাণ করেছেন শাটল ট্রেন নামে একটি ছবি। এই ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। প্রীতিলতার ঘটনাটি চট্টগ্রামেরই।

বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে ছবিটির চিত্রনাট্য রচিত হয়েছে। স্বদেশের ̄স্বাধীনতার জন্য চট্টগ্রামের বিপ্লবীদের মধ্যে যে বিস্ময়কর ও সাহসিকতাপূর্ণ অভ্যুত্থান ঘটেছিলো, তারই চিত্রকল্প ধারণ করা হচ্ছে এই ছবিটিতে। এই চলচ্চিত্রটিতে পাঁচটি গান সংযোজিত হচ্ছে। এলিটা করিম গান, অভিনয়, সাংবাদিকতা ও রেডিও জকি হিসেবে কাজ করছেন। আর সমাজের উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণের জন্য তিনি যুক্ত আছেন ‘জাগো ফাউন্ডেশনের’ সঙ্গেও। শিল্পী বাপ্পা মজুমদারের সংগীতায়োজনে চলচ্চিত্রের কম্পোজিশনে ভিন্নধর্মী উপস্থাপনা থাকবে বলে জানিয়েছেন পরিচালক।

শিল্পী এলিটা করিম বলেন, আমি ভীষণ আনন্দিত যে, এ ধরনের একটি ইতিহাসের উপাদান সমৃদ্ধ ছবিতে গান করতে পারছি। আমরা জানি উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামী মহান চরিত্র প্রীতিলতা যার সম্পর্কে ছোটবেলা থেকেই জেনেছি এবংচেতনায় প্রীতিলতার আত্মত্যাগকে ধারণ করেছি। এজন্য আমার বিশেষ দায়িত্ব হলো দৃশ্যায়নের আঙ্গিকের সঙ্গে কণ্ঠানুভূতির সফল প্রয়োগ করা। চলচ্চিত্রের পরিচালক প্রদীপ ঘোষ এবং বরেণ্য সঙ্গীত পরিচালক বাপ্পা মজুমদারের সঙ্গীতায়োজনে এ ছবিতে আমি কাজ করছি। এত যে আনন্দ পাচ্ছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই চলচ্চিত্র আমাদের সংগ্রামের আত্মপরিচয়কে সমৃদ্ধ করবে। বাংলার মাটিতে যে সকল বিপ্লবীরা জীবন দিয়ে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন তাদের সকলের প্রতি সন্মান জানানোর দায়িত্ববোধ কাজ করছে আমার মধ্যে। চট্টগ্রামের যুব বিদ্রোহ বাঙ্গালি জাতির সকল আন্দোলনকে শক্তি যুগিয়েছিলো। তাই এর নির্মাণ আন্তর্জাাতিকভাবে যেনো সকলের গ্রহযোগ্যতা অর্জন করতে পারে সে জন্য আমি চেষ্টা করছি কাজটি ভালভাবে করতে। আশা করি দর্শকের ভাল লাগবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়