শিরোনাম
◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি ◈ এবার ওষুধ আমদানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলেন আফগান ব্যবসায়ীরা! ◈ নির্বাচনে ৪৫ ঋণখেলাপি, কেবলই আইনের মারপ্যাঁচ, না ক্ষমতার অপব্যবহার: প্রশ্ন বিশেষজ্ঞ-অর্থনীতিবিদদের ◈ শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার প্রসঙ্গে যা বলল জাতিসংঘ ◈ নির্বাচনী জনসংযোগে টুপি,ঘোমটা দিলে কি ভোট বেশি পাওয়া যায়? ◈ টানা ৬ দফা বাড়ানোর পর অবশেষে দেশে স্বর্ণের দামে বড় পতন

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০৫:৪৬ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলক ঘটক: মানুষকে মানবতা থেকে বিচ্যুত করার ভয়াবহ সংস্কৃতি সৃষ্টিতে মূল অবদান রেখেছে হেফাজতে ইসলাম

পুলক ঘটক: জান্নাত আরা ঝর্ণার ছেলের ভিডিওটি ফেসবুকে আসার অল্প সময়ের মধ্যেই কেউ একজন আমাকে ইনবক্সে দিয়েছে। ভিডিওটি আমি দেখেছি, কিন্তু ফেসবুকে শেয়ার দিতে পারিনি। খুব কষ্টকর মনে হয়েছে। আমাদের এই সমাজে মায়ের কথা এভাবে বলা কত কষ্টের হতে পারে তা যেকোনো হৃদয়বান বিবেকবান মানুষ অনুভব করবে। অথচ আলেম শিরোমণি মামনুল হককে যারা তাদের ‘রুহানি বাবা’ মানে, সেই হেফাজত কর্মীদের হৃদয়বোধ ও বিবেকবোধ বিচলিত হয়েছে বলে মনে হয়নি। তারা তাদের রুহানি বাবার সমর্থনে প্রচারণা চালিয়েই যাচ্ছে। মিথ্যার উপর আঁকড়ে থেকেই বহু মানুষ সত্যকে অস্বীকার করে চলেছে। কোন রাজনৈতিক শিক্ষার দ্বারা কতোটা ব্রেনওয়াশ করা হলে এটা সম্ভব।

এমনকি হেফাজতে ইসলামের প্রবীণ হুজুররা বোর্ড বসিয়ে মামনুল হকের বিয়েকে বৈধ ঘোষণা দিয়েছে- যে বিয়ে আদৌ হয়েছে এমন কোনো প্রমাণ নেই। মামুনুল হক নিজেই জান্নাত আরা ঝর্ণাকে স্ত্রীর মর্যাদা দেননি। তিনি হোটেলের রেজিস্ট্রারে নাম লিখেছেন নিজের আসল স্ত্রীর, জনগণ যখন ধরেছে তখন মিডিয়ার সামনে মেয়েটির নাম বলেছেন আমিনা তাইয়েবা (আসল স্ত্রীর নাম)। জনগণকে তিনি বলেছেন ‘দ্বিতীয় স্ত্রী’, অথচ টেলিফোনে নিজের স্ত্রীকে বলেছেন, ‘শহীদ ভাইয়ের বউ...’

তুমি যেন মাঝখান থেকে কিছু আবার মনে কইরোনা।’ তিনি মেয়েটিকে বিবাহিত স্ত্রী বলে দাবি তাকে নিজের বাড়িতে তোলেন নি; তাকে দেননি স্ত্রীর সম্মান। কবে, কোথায়, কীভাবে বিয়ে হলো তার কোনো প্রমাণ না থাকলেও হেফাজতে ইসলাম ঘোষণা দিয়েছে ‘বৈধ বিয়ে’। সংগঠনটি দেশের আইন, ইসলাম, কোরআন বা সুন্নাহ অবজ্ঞা করে, শুধু রাজনৈতিক মতলবকে হেফাজত করতে চাচ্ছে। মানুষ তার বিশ্বাসের যায়গায় কত অসৎ হলে এরকম করতে পারে।

বলছিলাম জান্নাত আরা ঝর্ণার দুই ছেলের কথা। কত দুর্ভাগ্য, কী পরিমাণ বিড়ম্বনা তাদের উপর চাপিয়ে দিয়েছেন মাওলানা মামুনুল হক। তাদের বাবা-মায়ের ঘর ভেঙেছেন, মাকে নিয়ে গোপনে ব্যবহার করেছেন, দেননি কোনো অধিকার। ওই ছেলের ভিডিওটি প্রকাশের পর হেফাজতে ইসলামের ভন্ডামো তাসের ঘরের মতো ঝরে পড়ার কথা। কিন্তু হয়েছে কী? বিপুল সংখ্যক মানুষ তাদের নিজস্ব এজেন্ডায় এখনো অবিচল আছে। মানুষকে একটি বিশ্বাস দিয়ে কিভাবে ডগমাটাইজ করা যায় এবং রাজনীতিতে ব্যবহার করা যায়, এ তার প্রত্যক্ষ প্রমাণ। শুধু ডগমাটাইজ নয় মানুষকে একদম অমানুষ এবং পশুর চেয়ে হিংস্র বানিয়ে ফেলা যায়- তালেবান, আল কায়দা এবং আইএস জঙ্গিদের বহু নৃশংসতায় তার প্রমাণ মেলে। অতদূর যেতে হবে কেন? মসজিদে একটি ঘোষণা দেওয়া হলো, আর সঙ্গে সঙ্গে হাজারো মানুষ সহিংস মূর্তি নিয়ে নেমে পড়ল। কোনো বিচার বিবেচনা নেই-ধর, মার, কাটো, শেষ করে দাও। ধর্ম রক্ষার নামে মানুষকে পিটিয়ে এবং পুড়িয়ে মারার ঘটনা ২০ বছর আগে মানুষ ঘটাতো না। এ হলো হেফাজতি শিক্ষার অবদান।

মানুষ অতীতেও ধর্মাচরণ করত, কিন্তু যেখানে সেখানে মানুষকে পিটিয়ে মারা এবং বাড়িঘরে হামলা, আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা হরহামেশা দেখা যায়নি। মানুষকে মানবতা থেকে বিচ্যুত করার এই ভয়াবহ সংস্কৃতি সৃষ্টিতে মূল অবদান রেখেছে হেফাজতে ইসলাম। এই সংগঠন ছেলেশিশু ধর্ষকদের হেফাজত করার সংগঠন, মামুনুল হকদের হেফাজত করার সংগঠন, মানুষকে হত্যা করার ফতোয়া দেওয়া সংগঠন। এটি জঙ্গি সন্ত্রাসী সংগঠন। একে দেশে-বিদেশে সন্ত্রাসী সংঠন হিসেবে তালিকাভুক্ত করে আইনানুগ অ্যাকশনে যাও। মানুষকে রক্ষা কর, মানব চরিত্র রক্ষা কর। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়