রাজু চৌধুরী: বৃহস্পতিবার (০৮ এপ্রিল) চট্টগ্রাম জেলা প্রশাসনের ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এই সময় ৬ টি অভিযান পরিচালনা করে ৪৬,৮০০ টাকা অর্থদণ্ড এবং ৪৫০০ মাস্ক বিতরণ করা হয়েছে।
করোনা প্রতিরোধে লকডাউনকালে সরকারি নির্দেশনা অমান্য করে রেস্টুরেন্টে বসিয়ে গ্রাহকদের খাবার পরিবেশনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদ আফরোজ নগরের ওয়াসা মোড়ের কুটুম্ববাড়ী রেস্টুরেন্টকে এ জরিমানা করেন। একই অভিযানে চকবাজার একাকায় আরএফএল শোরুম খোলা রাখায় ১ হাজার টাকা এবং একটি খাবার হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জানান, বৃহস্পতিবার জেলা প্রশাসন ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা কোতোয়ালী ও সদরঘাট এলাকায় ৮টি মামলা দায়ের করে ৩ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইনামুল হাছান ডবলমুরিং এলাকায় অভিযান পরিচালনাকালে স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনসাধারণকে দিকনির্দেশনা দেন এবং সচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম পাহাড়তলী এলাকায় অভিযান পরিচালনা করে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে নির্দেশনা দেন এবং ১ টি মামলায় ১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান পতেঙ্গা, ইপিজেড ও বন্দর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনসাধারণকে নির্দেশনা দেন এবং মাস্ক বিতরণ করেন এবং। নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী নগরীর কোর্ট বিল্ডিং, ফিরিঙ্গিবাজার, টেরিবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১০টি মামলা দায়ের করেন এবং ৯ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।