শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৫:৩৪ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৫:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইন্দুরকানীতে আযান দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মুয়াজ্জিনের মৃত্যু

তাওসিফ: [২] পিরোজপুরের ইন্দুরকানীতে মসজিদে আযান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার গাবগাছিয়া গ্রামের আঃ আজিজ শিকদার (৫৮) নিজ বাড়ীর কাছেই শিকদারবাড়ি জামে মসজিদে আযান দিতে গিয়ে মাইকের মাউথপিস ধরলেই সাথে সাথেই বিদ্যুতায়িত হয়ে মসজিদের ফ্লোরে পড়ে যান। মাগরিবের আযান দিতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন। নিহত আজিজ শিকদার একই গ্রামের মৃত কাশেম আলী শিকদারের ছেলে।

[৩] পরে মুসল্লিরা এসে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আঃ আজিজ শিকদারের স্ত্রীসহ তিন ছেলে রয়েছে ।

[৪] আজিজ শিকদারের ভাই আবুল শিকদার বলেন, তিনি আযান দিতে যাওয়ার পর আযানের শব্দ না পেয়ে মসজিদের ভিতরে গিয়ে তাকে ফ্লোরে পড়ে থাকা অবস্থায় দেখতে পাই। এরপর মেইন সুইচ বন্ধ করে তাকে হাসপাতালে নিয়ে যাই।

[৫] ঘটনার সত্যতা স্বীকার করে ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির বলেন, উপজেলার গাবগাছিয়া গ্রামে শিকদারবাড়ি জামে মসজিদে মাগরিবের আযান দিতে গিয়ে পূর্ব থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা মাউথ ধরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিজ শিকদার মৃত্যুবরণ করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়