শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৩:২২ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৩:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রূপপুর পারমাণবিক প্রকল্পে শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি পালন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: [২] বেতন দেওয়ায় অনিয়মের প্রতিবাদে আজ বুধবার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় বিক্ষোভ করেছেন একটি প্রতিষ্ঠানের শ্রমিকেরা। পরে বেতন পাওয়ার আশ্বাস পেয়ে তাঁরা আন্দোলন অব্যাহত রাখেন।

[৩] বিশ্বস্ত সূত্রে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের 'নিকিম এটোমষ্ট্রয়' নামে ঠিকাদার প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনা বেতনের টাকা কম দেওয়া হয়। চলতি মার্চের শেষ পর্যায়ে এসে গত মাসের পাওনা বেতনের টাকা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন শ্রমিকেরা। বেতন না পেয়ে বুধবার সকাল ৯টার দিকে কর্মবিরতী করে বিক্ষোভ শুরু করেন।

[৪] এ সময় তাঁরা মার্চ মাসের বকেয়া বেতনসহ চলতি মাসের বেতন পরিশোধের দাবি জানান। কর্তৃপক্ষ দাবি না মানলে তাঁরা কর্মবিরতী চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। খবর পেয়ে প্রকল্পে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের বুঝিয়ে বিক্ষোভ তুলে দেওয়ার চেষ্টা করে। পরে শ্রমিকদের দাবি ও সমস্যা নিরসনে আজ দুপুরে প্রকল্পে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

[৫] এতে রূপপুর বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েস ও নিকিম এটোমষ্ট্রয় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইউরি ভ্যালেন্টিনোভিচ ফেদোরভ উপস্থিত ছিলেন।

[৬] বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন শ্রমিক বলেন, মাসের শেষে বেতন পেয়ে তাঁরা দোকানের বাকি টাকা আর ঘরভাড়া পরিশোধ করেন। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো বেতন না পেলে তাঁরা পাওনা পরিশোধ করতে পারেন না। এতে তাঁদের ঝামেলায় পড়তে হয়। এ জন্য বাধ্য হয়ে তাঁরা আন্দোলনের পথ বেছে নেন।

[৭] এ বিষয়ে রূপপুর বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, বৈঠক করে তাঁদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়ার পর তাঁরা (শ্রমিকেরা) কর্মবিরতী তুলে নেন। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এটা নিয়ে আলোচনা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়