শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ১১:১০ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে বাস সিএনজি সংঘর্ষে নিহত এক

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর নীলক্ষেত মোড়ে বাস সিএনজি সংঘর্ষে সিএনজি চালক গোঃ মোস্তফা (৪৫) নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এঘটনায় বাসটি জব্দ, চালককে আটক করেছে ঢামেক পুলিশ ফাড়ি।

[৩] বুধবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৭টায় এ ঘটনাটি ঘটে। সকাল পোনে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৪] ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, সিএনজি চালকের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাস চালককে ঢামেক হাসপাতাল থেকে আটক করা হয়েছে।

[৫] তিনি আরো বলেন, আটক চালক মোঃ জালাল মিয়া জানিয়েছেন, তিনি ঠিকানা বাসের চালক, তিনি সাভার থেকে সাইবোর্ড যাচ্ছিলেন। চলন্ত অবস্থায় নীলক্ষেত মোড় ক্রসিং পাড় হওয়ার সময়ে বাম দিক থেকে সিএনজিটি সজোড়ে এসে আমার বাসের সামেনর চাকার সঙ্গে লাগিয়ে দেয়। এতে সংর্ঘষের ঘটনা ঘটে। পড়ে বাসটি সামনে এগিয়ে রেখে। সিএনজি চালক কে হাসপাতালে আসি।

[৬] অপর আরেক পথচারী উদ্ধারকারী, সিনিয়র স্টাফ নার্স শিপু জানান, বাস সিএনজি সংঘর্ষে সিএনজি চালক গুরুতর আহত হলে তাকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক সিএনজি চালককে মৃত ঘোষণা করেন।

[৭] এ ঘটনায় সিএনজির মধ্যে থাকা এক মাছ ব্যবসায়ী সামান্য আহত হয়েছেন, তবে আহত ব্যক্তি স্থানীয় একটি বেসরকারি হাসপাতলে চিকিৎসা নিয়েছে তবে তার নাম জানা যায়নি।

[৮] খবর পেয়ে ঢামেকে মৃতের মেয়ে আসমা’সহ পরিবার ছুটে আসেন। আসমা বলেন, ভোরে বাসা থেকে বাবা সিএনজি চালানোর উদ্দেশ্যে বের হন পরে সকালে খবর পাই সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।

[৯] মৃত গোলাম মোস্তফা কুমিল্লা জেলার হোমনা থানার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। বর্তমানের রামপুরা এলাকায় পরিবারের সাথে থাকতেন। তিন মেয়ে এক ছেলের জনক ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়