শিরোনাম
◈ ভোটগ্রহণের দিনে দেশজুড়ে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি ইসির ◈ নির্বাচন উপলক্ষে তিন দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচনে সেনাসদস্যদের নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের ◈ নির্বাচনের আগে-পরে যান চলাচলে কড়াকড়ি, যে নির্দেশনা দিল ইসি ◈ গণভোট ও নির্বাচন: সরকারের পাশে ইউরোপীয় ইউনিয়ন ◈ ভাবটা এমন আওয়ামী লীগকে সরানো হয়েছে বিএনপিকেও তাড়ানো হবে, বিএনপি বানের জলে ভেসে আসেনি : মির্জা আব্বাস  ◈ বিএনপি যদি ওতোই খারাপ হয়, তাদের ২জন কেন পদত্যাগ করে চলে আসেননি : তারেক রহমান (ভিডিও) ◈ আব্বাসের নির্দেশ তারেক রহমানের সম্মতিতে পাটওয়ারীর ওপর হামলা: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের সুখবর ◈ নির্বাচনে দায়িত্ব পালনকারীরা গণভোটের পক্ষে-বিপক্ষে যাবেন না: ইসি

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:২৯ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২০ সালের বৈশ্বিক প্রযুক্তি সম্প্রসারণ সূচকে বাংলাদেশ সর্বশেষ [২]তুলনামূলক এগিয়ে আছে ভারত-পাকিস্তান

সুমাইয়া ঐশী: [৪] বিশ্বের ৫০ টি দেশের মধ্যে করা সর্বশেষ এই জরিপ প্রকাশিত হয়েছে সম্প্রতি। প্রযুক্তিগত উন্নয়ন ও বৃদ্ধির ভিত্তিতে করা এই জরিপে বাংলাদেশের অবস্থান তলানিতে। এক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের প্রবৃদ্ধিতে বাংলাদেশের অর্জিত পয়েন্ট ০.৩১৫।

[৪] গত বছরের থেকেও এই সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ২০১৯ সালে এই সূচকে অবস্থান ছিলো ৪৯তম, ৫০তম ছিলো নাইজেরিয়া। ২০২০ সালে এসে নাইজেরিয়া বাংলাদেশকে পেছনে ফেলে ৪৯তম অবস্থানে পৌঁছে গেছে।

[৫] এদিকে, আগের অবস্থানই ধরে রেখেছে ভারত ও পাকিস্তান। ৪৮ তম অবস্থানে পাকিস্তান, ভারত ৩৫ তম। প্রযুক্তিগত প্রবৃদ্ধিতে এক বছরে ভারতের পয়েন্ট বেড়েছে ০.০৩২ এবং পাকিস্তানের বেড়েছে ০.০৪৫ পয়েন্ট।

[৬] এই তালিকার শীর্ষে আছে সিঙ্গাপুর। ২০১৯ সালে দেশটির অবস্থান ছিলো পঞ্চম। ২০১৯ সালে দ্বিতীয় অবস্থান থেকে সরে যুক্তরাষ্ট্র এখন পঞ্চম। পরপর দুবছরের জরিপে একই অবস্থান ধরে রেখেছে চীন। প্রযুক্তির দিক দিয়ে চীন ২০তম। গত বছর এই তালিকায় সবার উপরে ছিলো নেদারল্যান্ড। এবার তাদের অবস্থান ১৬।

[৭] এছাড়া, এশিয়ার দেশগুলোর মধ্যে ইসরায়েল ১২, মালয়েশিয়া ১৮, সংযুক্ত আরব আমিরাত ১৯, জাপান ২২, থাইল্যান্ড ৩০, তুরস্ক ৩৩, ইন্দোনেশিয়া ৩৬ এবং ফিলিপাইন ৩৮তম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়