শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:২৯ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২০ সালের বৈশ্বিক প্রযুক্তি সম্প্রসারণ সূচকে বাংলাদেশ সর্বশেষ [২]তুলনামূলক এগিয়ে আছে ভারত-পাকিস্তান

সুমাইয়া ঐশী: [৪] বিশ্বের ৫০ টি দেশের মধ্যে করা সর্বশেষ এই জরিপ প্রকাশিত হয়েছে সম্প্রতি। প্রযুক্তিগত উন্নয়ন ও বৃদ্ধির ভিত্তিতে করা এই জরিপে বাংলাদেশের অবস্থান তলানিতে। এক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের প্রবৃদ্ধিতে বাংলাদেশের অর্জিত পয়েন্ট ০.৩১৫।

[৪] গত বছরের থেকেও এই সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ২০১৯ সালে এই সূচকে অবস্থান ছিলো ৪৯তম, ৫০তম ছিলো নাইজেরিয়া। ২০২০ সালে এসে নাইজেরিয়া বাংলাদেশকে পেছনে ফেলে ৪৯তম অবস্থানে পৌঁছে গেছে।

[৫] এদিকে, আগের অবস্থানই ধরে রেখেছে ভারত ও পাকিস্তান। ৪৮ তম অবস্থানে পাকিস্তান, ভারত ৩৫ তম। প্রযুক্তিগত প্রবৃদ্ধিতে এক বছরে ভারতের পয়েন্ট বেড়েছে ০.০৩২ এবং পাকিস্তানের বেড়েছে ০.০৪৫ পয়েন্ট।

[৬] এই তালিকার শীর্ষে আছে সিঙ্গাপুর। ২০১৯ সালে দেশটির অবস্থান ছিলো পঞ্চম। ২০১৯ সালে দ্বিতীয় অবস্থান থেকে সরে যুক্তরাষ্ট্র এখন পঞ্চম। পরপর দুবছরের জরিপে একই অবস্থান ধরে রেখেছে চীন। প্রযুক্তির দিক দিয়ে চীন ২০তম। গত বছর এই তালিকায় সবার উপরে ছিলো নেদারল্যান্ড। এবার তাদের অবস্থান ১৬।

[৭] এছাড়া, এশিয়ার দেশগুলোর মধ্যে ইসরায়েল ১২, মালয়েশিয়া ১৮, সংযুক্ত আরব আমিরাত ১৯, জাপান ২২, থাইল্যান্ড ৩০, তুরস্ক ৩৩, ইন্দোনেশিয়া ৩৬ এবং ফিলিপাইন ৩৮তম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়