শিরোনাম
◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প ◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:২৯ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২০ সালের বৈশ্বিক প্রযুক্তি সম্প্রসারণ সূচকে বাংলাদেশ সর্বশেষ [২]তুলনামূলক এগিয়ে আছে ভারত-পাকিস্তান

সুমাইয়া ঐশী: [৪] বিশ্বের ৫০ টি দেশের মধ্যে করা সর্বশেষ এই জরিপ প্রকাশিত হয়েছে সম্প্রতি। প্রযুক্তিগত উন্নয়ন ও বৃদ্ধির ভিত্তিতে করা এই জরিপে বাংলাদেশের অবস্থান তলানিতে। এক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের প্রবৃদ্ধিতে বাংলাদেশের অর্জিত পয়েন্ট ০.৩১৫।

[৪] গত বছরের থেকেও এই সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ২০১৯ সালে এই সূচকে অবস্থান ছিলো ৪৯তম, ৫০তম ছিলো নাইজেরিয়া। ২০২০ সালে এসে নাইজেরিয়া বাংলাদেশকে পেছনে ফেলে ৪৯তম অবস্থানে পৌঁছে গেছে।

[৫] এদিকে, আগের অবস্থানই ধরে রেখেছে ভারত ও পাকিস্তান। ৪৮ তম অবস্থানে পাকিস্তান, ভারত ৩৫ তম। প্রযুক্তিগত প্রবৃদ্ধিতে এক বছরে ভারতের পয়েন্ট বেড়েছে ০.০৩২ এবং পাকিস্তানের বেড়েছে ০.০৪৫ পয়েন্ট।

[৬] এই তালিকার শীর্ষে আছে সিঙ্গাপুর। ২০১৯ সালে দেশটির অবস্থান ছিলো পঞ্চম। ২০১৯ সালে দ্বিতীয় অবস্থান থেকে সরে যুক্তরাষ্ট্র এখন পঞ্চম। পরপর দুবছরের জরিপে একই অবস্থান ধরে রেখেছে চীন। প্রযুক্তির দিক দিয়ে চীন ২০তম। গত বছর এই তালিকায় সবার উপরে ছিলো নেদারল্যান্ড। এবার তাদের অবস্থান ১৬।

[৭] এছাড়া, এশিয়ার দেশগুলোর মধ্যে ইসরায়েল ১২, মালয়েশিয়া ১৮, সংযুক্ত আরব আমিরাত ১৯, জাপান ২২, থাইল্যান্ড ৩০, তুরস্ক ৩৩, ইন্দোনেশিয়া ৩৬ এবং ফিলিপাইন ৩৮তম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়