শিরোনাম
◈ রাজধানীর শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ (ভিডিও) ◈ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে যুবদল নেতা গুলিবিদ্ধ ◈ মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ◈ শান্তি ও সহযোগিতার আকাঙ্ক্ষা পূরণে জাতিসংঘকে হতে হবে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক: ড. মুহাম্মদ ইউনূস ◈ ওমরাহ যাত্রায় এখন থেকে রিটার্ন টিকিট বাধ্যতামূলক: নতুন নির্দেশনায় কড়াকড়ি সৌদি কর্তৃপক্ষের ◈ আগামী নির্বাচনে যাদের জয়ী হবার কোনো সম্ভবনা নেই তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মির্জা আব্বাস ◈ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প নেই: সুপ্রদীপ চাকমা ◈ শাহবাগে আর্থিক লেনদেন বিরোধে এনসিপি'র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ ◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ ‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০১:৩৯ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লকডাউনে বিনোদন জগতের আগের নিয়মে কিছুটা পরিবর্তন

ইমরুল শাহেদ: এক সপ্তাহের লকডাউন শুরু হতেই চলচ্চিত্র ও মিডিয়ার সব কিছু ঝিমিয়ে না পড়লেও কিছুটা দ্বিধাগ্রস্ত। সিনেমা হলগুলো এখনো বন্ধ হয়নি। হল মালিকদের একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা সিনেমা হল বন্ধ রাখার কোনো নির্দেশনা এ রিপোর্ট লেখা পর্যন্ত অর্থাৎ সোমবার দুপুর পর্যন্ত পাননি। তবে সরকারি প্রজ্ঞাপনে সন্ধ্যার পর যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া এখন চলচ্চিত্রের শুটিং বলতে শাপলা মিডিয়ার কিছু ছবি ছাড়া আর দু’একটি ছবির মাঝেমধ্যে শুটিং হচ্ছিল। দু’দিন আগে এফডিসিতে ‘মুখোশ’ নামের একটি ছবির এক শিফট শুটিং হতে দেখা গেছে। শাপলা মিডিয়ার ছবিগুলোর কাজ আপাতত স্থগিত করা হয়েছে। লকডাউন প্রত্যাহার হওয়ার পর আবার শুরু হবে। তবে শুটিংয়ের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। টেলিভিশন ডিরেক্টর্স গিল্ড বলেছে, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজ করা যাবে। তারা নিজেরাই রাতের বেলা কাজ করবেন না। এভাবেই অনেক প্রতিষ্ঠানই নিজেদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে।

একজন নির্মাতা বলেছেন, ‘প্রত্যেকেরই উচিত মহামারীর প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করা। মাত্র একটি সপ্তাহের ব্যাপার। কেউ কারো জন্য বিপজ্জনক না হওয়াই ভালো।’ বিনোদন জগতের বিভিন্ন শাখা খোলা আছে দর্শকের জন্য। ইউটিউব, অ্যাপসসহ বিনোদনের ক্ষেত্র অবারিত। দর্শক এ কারণে বিনোদন উপভোগ নিয়ে উদ্বিগ্ন নন। উদ্বিগ্ন শুধু বিনিয়োগকারীরা।

বিশেষ করে বিনিয়োগকারীরা কখনো অনিশ্চিত থাকতে চান না। তারা চান, তাদের বিনিয়োগ লাভসহ উঠে আসুক। একজন প্রযোজক বলেন, ‘ছবির কাজ ধারদেনা করে শেষ করেছি। কখন কিভাবে মুক্তি দিলে বিনিয়োগকৃত অর্থ উঠে আসবে এবং বিকল্প কোন কোন পথে গেলে আমার অন্তত লগ্নীর টাকাটা ফেরত পাব বুঝতে পারছি না।’ এটা প্রায় প্রত্যেক প্রযোজকেরই মনের কথা। লকডাউন ছাড়াই তাদের মধ্যে এই ভাবনা সব সময়ের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়