সুমাইয়া ঐশী: [২] রোববার বিগত ২৪ ঘণ্টায় এ সংক্রমণ রেকর্ড করেছে দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়। গত বছরের ১৯ সেপ্টেম্বরের পর একদিনে এটিই সর্বোচ্চ সংক্রমণ ভারতে। এনিয়ে দেশটিতে মোট সংক্রমণের সংখ্যা হলো, ১ কোটি ২৪ লাখ ৮৫ হাজার ৫০৯। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, দ্য ইকোনমিকস টাইমস
[৫] দৈনিক সংক্রমণের এই সংখ্যা চলতি বছরের সর্বোচ্চ। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ৫১৩ জন। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৬৩২। তবে শনিবারের তুলনায় মৃতের সংখ্যা কমেছে। ঐদিন করোনায় ৭১৪ জনের মৃত্যু হয়।
[৬] দেশটিতে সুস্থতার সংখ্যাও নেমেছে ৯৩.১৪ শতাংশের নিচে। বর্তমানে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ৬ লাখ ৯১ হাজার ৫৯৭ জন। এ সংখ্যা মোট সংক্রমণের ৫.৫৪ শতাংশ।
[৭] ভারতের মোট সংক্রমণের ৮০ শতাংশেরও বেশি মাত্র আটটি রাজ্যে। এর মধ্যে আছে, মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্তিশগড়, দিল্লি, তামিল নাড়ু, উত্তর প্রদেশ, পাঞ্জাব এবং মধ্য প্রদেশ। এর মধ্যে মোট সংক্রমণের ৬ শতাংশ আবার কেবল মহারাষ্ট্রেই।সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল