রাহুল রাজ: [২]দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৫৪ রানে হারিয়ে চার ম্যাচ সিরিজে জয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশ ইমার্জিং দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার ৪ এপ্রিল দুই দলের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হয়।
[৩] আগে ব্যাটিং করে বাংলাদেশ ৯ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে। জবাবে ৪৪.৫ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায় অতিথিরা। বাংলাদেশের পক্ষে ৭২ রানের ইনিংস খেলায় ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ফারহানা হক পিংকি।
[৪] আগামী ৬ এপ্রিল একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।