শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২১, ০৪:০৩ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২১, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নড়াইলে বাংলাদেশ গেমস ভলিবল শুরু হচ্ছে সোমবার

মাহিন সরকার: [২] ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০’র ভলিবল (পুরুষ-মহিলা) প্রতিযোগিতা শুরু হবে সোমবার। নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) আয়োজনে, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এ খেলা অনুষ্ঠিত হবে।

[৩] বিওএ উপ-মহাসচিব ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু জানান, দেশের বিভিন্ন জেলাসহ প্রতিষ্ঠানের নামে পুরুষদের ১১টি দল এবং মহিলাদের ৮ টি দল নড়াইল ভ্যেনুতে খেলবে।

[৪] বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০ ভলিবল (পুরুষ-মহিলা) প্রতিযোগিতা আগামী ৯ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে খেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন জেলা খেলোয়াড়বৃন্দ ইতিমধ্যে নড়াইলে এসে পৌঁছেছেন।

[৫] স্বাস্থ্য বিধি মেনেই খেলা পরিচালিত হবে। লকডাউন হলেও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েনের পক্ষ থেকে খেলা শেষে খেলোয়াড়দের নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়া হবে।

[৬] অংশগ্রহণকারী দল:

পুরুষ দল: বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ তিতাস গ্যাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দিনাজপুর জেলা, কুমিল্লা জেলা, পঞ্চগড় জেলা, চট্টগ্রাম জেলা ও স্বাগতিক নড়াইল জেলা দল।

মহিলা দল: বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, পাবনা জেলা, রাজশাহী জেলা, চট্ট্রগ্রাম জেলা, খুলনা জেলা, চট্ট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ও স্বাগতিক নড়াইল জেলা দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়