রাহুল রাজ: [২] অনেকে শংকা প্রকাশ করলেও চলমান বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০ শেষ করার বিষয়ে আশাবাদী বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ সাহেদ রেজা।
[৩] ১ এপ্রিল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। ইতোমধ্যে গেমসের তিনদিন হয়ে গেছে। করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ায় শনিবার ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য লক ডাউন ঘোষণা করে সরকার।
[৪] এরপরই গেমস শেষ করা নিয়ে শংকা জাগে। তবে বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা আজ শনিবার জানিয়েছেন সরকারি নির্দেশনা না পাওয়া পর্যন্ত গেমস চলবে।
[৫] তার বিশ্বাস শেষ পর্যন্ত গেমসটি শেষ করতে পারবেন,‘ এই মুহুর্তে তো সরকারের কাছ থেকে আমরা কোনো নিদের্শনা পাইনি।
[৬] আমাদের যে পোগ্রাম আছে সেই অনুযায়ীই আমরা এগুচ্ছি। আর সরকারের নির্দেশনা না আসা পর্যন্ত আমি কোনো মন্তব্য করতে পারব না। তবে এর মধ্যে আমাদের প্রায় ৮০ ভাগ গেমস সস্পন্ন হয়ে যাবে। দলীয় খেলা কিছু থাকবে, ইনশাআল্লাহ আমরা সেগুলোই চালিয়ে যাব।
[৭] ঢাকার বাইরের খেলাগুলোও চলছে। আর সরকার থেকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে যদি নির্দেশনা আসে, সেটা শুধু ঢাকার মধ্যেই প্রযোজ্য না, যেখানে যেখানে আমাদের ইভেন্ট আছে সব জায়গাতেই নির্দেশনা চলে যাবে।
[৮] এবং যে নির্দেশনা আসবে সেটা মোতাবেকই সবকিছু হবে। সরকার অবশ্যই বাংলাদেশ গেমস নিয়ে অবগত আছে। আর সবাই জানে যে এখানে বাংলাদেশ গেমস হচ্ছে এবং আমরা আশাবাদী শেষ পর্যন্ত গেমসটি আমরা শেষ করতে পারব।
[৯] আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী এটার উদ্বোধন করেছেন। এবং তার ধারাবাহিকতায় ইতোমধ্যে সব কিছু শুরু হয়ে গেছে। ইতোমধ্যে বেশিরভাগ গেমসই শেষ পর্যায়ে;কিছু কিছু গেম তো থাকবেই। এবং এটা (লকডাউন) যখন সরকারের কোনো নিদের্শনা আমাদের কাছে আসবে সেই মোতাবেক আমরা সিদ্ধান্ত নিবো।’
[১০] করোনাকালীন সময়ে সবাই সুন্দরভাবে গেমসে অংশ নিচ্ছেন বলে জানিয়ে বিওএর মহাসচিব শাহেদ রেজা, ‘সবাই গেমসের মধ্যেই আছে।
[১১] আর ফিকশ্চার অনুযায়ীই সবাই খেলছে। যদি কোনো ফেডারেশন মনে করে কোনো গেমসটাকে একদিনের মধ্যে দুই তিনটা ইভেন্টের খেলা এগিয়ে এনে শেষ করতে পারে তাতে তো আমাদেও কোনো আপত্তি নেই। আমাদের গেমসটা সুন্দরভাবে শেষ হবে।
[১২] সবাই স্বতঃস্ফুর্তভাবে গেমসে উপস্থিত আছেন এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহন করছেন। আমরা ওই দিক থেকে নিশ্চিত যে যে সমস্ত খেলোয়াড় এবং স্টাফরা সবাই কোভিড টেস্ট করিয়েই এসেছেন। এবং মেডিকেল কমিটি এবং বোর্ড তারা সবকিছু পর্যবেক্ষন করছে।’
[১৩] ঢাকার বাইরে থেকে যারা এসেছেন লক ডাউনের মধ্যে তাদের যাওয়ার ব্যবস্থা বিওএ করবে বলে নিশ্চিত করেছেন শাহেদ রেজা। তিনি বলেন,‘ঢাকার বাইরে থেকে যেসব খেলোয়াড় বা কর্মকর্তা অর্থাৎ গেমসের সাথে সংশ্লিষ্ঠরা আসবে,তাদের যাওয়ার বন্দোবস্ত অবশ্যই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন করবে। সেটা নিয়ে চিন্তা কোনো কারণ নেই। যারা ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছেন,তাদের যাওয়ার ব্যবস্থা অবশ্যই আমরা করব।’