শিরোনাম
◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি ◈ মঈন আলীর ব‌্যা‌টে ব‌লে স্ব‌স্তির জয় পে‌লো সি‌লেট টাইটান্স ◈ নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে টিভিসি প্রকাশ করেছে সরকার  ◈  শিল্পকলা একাডেমী সংশোধন অধ্যাদেশে একাডেমির বিভাগ সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়েছে: চার অধ্যাদেশ অনুমোদন

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৯:২৫ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৯:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহিউদ্দিন আহমদ: বই এবং বইমেলা

মহিউদ্দিন আহমদ, ফেসবুক থেকে: এবারের বইমেলা নিয়ে বেশ হইচই হচ্ছে। কেউ চান মেলা চলুক, কেউ চান মেলা বন্ধ হোক। সময়সূচি নিয়েও আছে নানান মত। করোনা সবকিছু গোলমাল করে দিয়েছে।

মেলার আয়োজক বাংলা একাডেমি। কিন্তু এর মূল স্টেকহোল্ডার হলো প্রকাশক এবং পাঠক। এর বাইরে যারা, তারা যান বেড়াতে। করোনাকালে বেড়ানো বন্ধ থাকা উচিত ছিল। শুধু পাঠকের প্রবেশাধিকার থাকলে মেলা প্রাংগন ফাঁকাই থাকত।

আগে দেখেছি, ভবঘুরেদের আটকাতে রেলস্টেশনে টিকিট ছাড়া ঢোকা যেত না। যারা যাত্রী নন, তাদের প্লাটফর্ম টিকিট কাটতে হতো। আমি বইমেলায় ঢোকার জন্য টিকিট চালুর প্রস্তাব দিয়েছিলাম। একশো টাকার নিচে তো বই হয় না। একশো টাকা দামের টিকিট হলে ভবঘুরে বা বেড়ানোর লোক নিরুৎসাহিত হতো। বই কিনে পাঠক তার টিকিটের টাকা বইয়ের দামের সংগে সমন্বয় করে নিতে পারেন। পাঠক যতবার যাবেন, ততবার টিকিট কিনবেন। যারা বই কিনবেন না, তারা বইমেলায় যাবেন না। করোনাকালে 'প্রাণের মেলা'র দোহাই দিয়ে ভিড় বাড়াবেন না। আড্ডা দেওয়ার জন্য শহরে হাজারো জায়গা আছে। সেখানে যান। বইমেলা পাঠকের কাছে ছেড়ে দিন।

টিকিট বিক্রির ব্যাবস্থা ব্যাংকের মাধ্যমে করা যায়। মেলা শেষে প্রকাশক/ বিক্রেতা ব্যাংকে টিকিট জমা দিয়ে টাকা তুলে নিতে পারেন।

মেলা নিয়ে যাদের এলার্জি, তারা যাবেন না। যাদের ইচ্ছা, তারা টিকিট কেটে যাবেন।

এ দেশের মানুষ বই বেশি কেনেন না। বই কেনা বাজে খরচ মনে করেন। শার্ট, জুতা কিংবা শাড়ির দাম যত হাজার টাকাই হোক না কেন, বইয়ের দাম পাঁচ-ছশো হলেই মাথায় বাজ পড়ে। একজন আমাকে সারমন দিয়েছিলেন, লেখকের সামাজিক দায়বদ্ধতা আছে না? বই লিখে রয়ালটি পেতে হবে কেন? লেখকের শ্রম, কাগজ-কালির দাম, প্রছদশিল্পীর সন্মানী, প্রকাশকের বিনিয়োগ সব আসমান থেকে আসবে! আর লেখক? বই লিখে আয়-রোজগার করা যেন মহাপাপ!

কেউ কেউ ইতিমধ্যে হিসাব করে ফেলেছেন, বই লিখে আমি নাকি কোটি কোটি টাকা কামাচ্ছি! এরা অতি বুজুর্গ। এরা বই কেনে না, পড়ে না। প্রকাশনা নিয়ে তাদের কোনো ধারণা নেই।

একটা জিনিস বুঝি না। আমার যে বইগুলোর দাম কম, এই ধরেন, মুদ্রিত মূল্য দুশো থেকে তিনশো, সেগুলোর বিক্রি কম। এটা আমার কাছে একটা রহস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়