রাহুল রাজ ও মাহিন সরকার : [২] রুদ্ধশ্বাস ম্যাচে কেনিয়াকে ৩৪-২৮ অপরাজিত করে বাংলার দামাল ছেলেরা শিরোপা নিজেদের করেছে।
[৩] প্রথমার্ধে ১৮-১০ পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে নামে বাংলাদেশ। মধ্য বিরতীতে কোচের বিশেষ মন্ত্রবল সাথে নিয়ে মাঠে নেমেই নিজেদের আক্রমণের ধারা পাল্টে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ।
[৪] প্রথমবারের মত আর্ন্তজাতিক কোন কাবাডি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করলো লাল-সবুজের বাংলাদেশ।
[৫]পাঁচ জাতির এ টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ গ্রুপের সবকয়টি ম্যাচ জিতে সরাসরি ফাইনালে জায়গা করে নেয়।
[৬] বাংলাদেশ জাতীয় কাবাডি দলের ভারতীয় কোচ সাজুরাম গয়াত বঙ্গবন্ধু কাপ আন্তজাতিক কাবাডি টুনামেন্টে প্রত্যাশিত শিরোপা জয়ে দলের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।