সুমাইয়া ঐশী: [৩] শুক্রবার ৮১ হাজার ৪৬৬টি নতুন সংক্রমণের ঘটনা রেকর্ড করেছে ভারত। এর আগে একদিনে করোনা শনাক্তের সংখ্যা ৮১ হাজার পার করেছিলো গত বছরের ২ অক্টোবর। ঐদিন সংক্রমণের সংখ্যা ছিলো ৮১ হাজার ৪৮৪। এনডিটিভি, ন্যাশনাল হেরাল্ড
[৪] এনিয়ে দেশটিতে মোট করোনা শনাক্তের সংখ্যা হয়েছে, ১ কোটি ২৩ লাখ ৩ হাজার ১৩১। এদিকে, মোট মুত্যুর সংখ্যা দঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ৩৯৬। শুক্রবার ৪৬৯ জনের প্রাণ গেছে করোনায়। মৃত্যুর এই সংখ্যাও গত ৬ ডিসেম্বরের পর রেকর্ড।
[৫] সম্প্রতি ভারতে করোনা সংক্রমণের উর্ধŸগতি বেশ চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের। এর মধ্যে কোনও রকম স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে দোল উৎসব পালন এবং ৫০ লাখের বেশি মানুষ ধর্মীয় উৎসব কুম্ভ মেলাতে অংশ নেওয়ায় সংক্রমণের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা বেড়েছে বহুগুণে।