শিরোনাম
◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০১:৩০ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনা-২ আসনের এমপি করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট: পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। ডেইলি বাংলাদেশ

এমপি আহমেদ ফিরোজ কবীর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন- প্রিয় সুজানগর-বেড়াবাসী, করোনাকালীন এই সময়ে আপনাদের মাঝে নিজের সাধ্যমতো ছিলাম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক এই সময়ে আসা সব ত্রাণ ও সাহায্য সামগ্রী আপনাদের নিকট নিজ দায়িত্বে পৌঁছে দিয়েছি। ব্যস্ত সময়ে নিজের স্বাস্থ্যের দিকে তেমন দৃষ্টি দিতে পারিনি। যার ফলশ্রুতিতে আজ রিপোর্ট এলো করোনা পজিটিভ। আগামী কিছুদিন আমার ও আপনাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আপনাদের থেকে দূরে থাকতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং নিজেরা সুরক্ষিত থাকবেন।

বৃহস্পতিবার সকালে এমপি’র ব্যক্তিগত সহকারী কবীর তাজুল ইসলাম জানান, ২৯ মার্চ জাতীয় সংসদ ভবনে করোনার নমুনা দিয়েছিলেন ফিরোজ কবীর। বুধবার (৩১ মার্চ) সেখান থেকে জানানো হয়- তার করোনা পজিটিভ। এমপি এখন সুজানগর উপজেলার সাতবাড়িয়ায় নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, ৭ ফেব্রয়ারি এমপি আহমেদ ফিরোজ কবীর সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন। ওইদিন তিনি টিকা নিয়ে সুজানগরে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়