আবুল কাশেম:[২] যুক্তরাজ্য থেকে দেশে আসা এক নারী ১৪ দিনে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় যৌন হয়রাণীর শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।১লা (এপ্রিল) বৃহস্পতিবার রাতে সিলেটের দরগা গেইটস্থ হোটেল নুরজাহান কোয়ারেন্টিনে থাকা অবস্থায় এ ঘটনা ঘটেছে। খরব পেয়ে পুলিশ হোটেল বয়কে গ্রেফতার করেছে।
[৩] জানা যায়-সদ্য ফেরত যুক্তরাজ্য থেকে ৬ জন প্রবাসী হোটেল নুরজাহানে অবস্থান করেন,সরকারের নির্দেশনা অনুযায়ী কোয়ারেন্টিনে এসময় একটি কক্ষে এক তরুণী অবস্থানে থাকা অবস্থায় ওই হোটেলের এক কর্মীচারী তাকে প্রায় উক্তত্ব শুরু করে এবং এ পর্যায়ে রুমে ঢুকে যৌন হয়রাণী করে বলে অভিযোগ করেন ভূক্তভোগী নারী।
[৪] সাথে সাথে প্রবাসী নারীর আত্মীয় স্বজন হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলে তেমন সাড়া দেয়নি। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে সন্তুটিমূলক কোন জবাব না পাওয়ায় তারা পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে অভিযোক্তকে গ্রেফতার করে কোতোয়ালী থানা নিয়ে যায়।
[৫] এ ব্যাপারে কোতায়ালী থানার পুলিশ এসআই সাঈদ আহমদ জানান, সিসিটিভির ফুটেজ দেখে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সম্পাদনা:অনন্যা আফরিন