শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ১২:০১ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ১২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাকালীন সংকটে জবির উন্মুক্ত পাঠাগার বন্ধের সিদ্ধান্ত

অপূর্ব চৌধুরী: [২] করোনার প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে  বৃদ্ধি পাওয়ায়  অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উন্মুক্ত পাঠাগার। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল।

[৩] দেশব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার পর গত ২৯ মার্চ সরকারের ১৮দফা নির্দেশনার পরই উন্মুক্ত পাঠাগার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। পাঠাগারে রাখা শিক্ষার্থীদের  যাবতীয় বই ও ব্যাগ সরিয়ে নিতে বৃহস্পতিবার পর্যন্ত সময় নির্ধারণ করে দেওয়া হয় ।

[৪] এদিকে পাঠাগার বন্ধের নির্দেশনা পেয়েই কিছুটা হতাশ হয়ে ধীরে ধীরে নিজেদের বই ও ব্যাগসমূহ সরিয়ে নিতে থাকে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার  সরেজমিনে দেখা যায়,  উন্মুক্ত পাঠাগারে শিক্ষার্থীদের উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে তুলনামূলক কম। অনেকে সকালে এসেই ব্যাগ গুছিয়ে নিয়েছে। আবার অনেকে  দুপুরের দিকে বের হয়ে গেছে। তবে সবার মনেই  পাঠাগার কবে খুলবে সেটা ঘিরে  ছিল কৌতূহল।

[৫] জানা যায়, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গতবছরের সেপ্টেম্বরে  শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল উন্মুক্ত পাঠাগারের কার্যক্রম পুনরায় চালু করেন। এ উদ্যোগে সাড়া দিয়ে শিক্ষার্থীরা নিয়মিত পাঠাগারমুখী হতে থাকে।বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ,রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও লোকপ্রশাসন বিভাগের মোট ৯টি রুমে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত পাঠাগারের কার্যক্রম পরিচালিত হত। তবে উদ্ভূত পরিস্থিতিতে পাঠাগার বন্ধ হওয়ায় কিছুটা হতাশ শিক্ষার্থীরা।

[৬] উন্মুক্ত পাঠাগারের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী তোফায়েল আহমেদ বলেন,

করোনা মহামারির কারণে ক্যাম্পাস বন্ধ থাকলেও প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে থাকার জন্য উন্মুক্ত লাইব্রেরিতে পড়াশোনা করতো এক ঝাক শিক্ষার্থী। হঠাৎ করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন উন্মুক্ত লাইব্রেরি বন্ধ করে দেন। যেহেতু আমাদের আবাসিক হল নেই সে কারণে পড়াশোনার পর্যাপ্ত পরিবেশ না থাকায় অনেক ভোগান্তিতে পড়তে হয়। পরিস্থিতি স্বাভাবিকের দিকে গেলে যতদ্রুত সম্ভব লাইব্রেরি খুলে দেওয়া হোক।

[৭] উন্মুক্ত পাঠাগারের অপর এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের  শিক্ষার্থী  জুনায়েদ সাব্বির বলেন,করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সেপ্টেম্বরে জবির উন্মুক্ত পাঠাগার খুলে দেয় প্রশাসন। এতে আমরা পড়াশোনার জন্য সু্ন্দর একটি পরিবেশ পাই। এজন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় জবি প্রশাসন উন্মুক্ত পাঠাগার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আমরা উন্মুক্ত পাঠাগারের শিক্ষার্থীরা প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি ও প্রত্যাশা করছি দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে ও আমরা পুনরায় পাঠাগারে আসতে পারব।

[৮] উন্মুক্ত পাঠাগারের প্রতিনিধি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৭ম ব্যাচের সাবেক শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য পাঠাগার বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আমরা আশা করি পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই আবার প্রাণবন্ত হয়ে উঠবে উন্মুক্ত পাঠাগার।

[৯] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল জানান, করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আপাতত অনির্দিষ্টকালের জন্য উন্মুক্ত পাঠাগার বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায়  পাঠাগার খুলে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়