রাজু চৌধুরী: চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানাধীন বড় হাতিয়া এলাকায় অভিযান চালিয়ে বাঁশখালী থানার পুঁইছড়ি এলাকার কুখ্যাত জোস্যা ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১ এপ্রিল) র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে, চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানাধীন বড় হাতিয়া ইউপিস্থ চাকফিরানী কালীনগর পাড়ার (০৮ নং ওয়ার্ড) গ্যাস কোম্পানী রোডস্থ কালাগোদা ব্রীজের উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান কালে ০১ ডজন মামলার আসামী বাঁশখালীর পুইছড়ি এলাকার মোঃ জসীম উদ্দিন প্রকাশ জোস্যা ডাকাতকে(৩৩) আটক করে এই সময় তার কাছ থেকে ০১ টি বিদেশী রিভলবার, ০১ টি ওয়ানশুটারগান এবং ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার পিতার নাম নুরুল হুদা, মাতা- মৃত জাহাদা। সে বাঁশখালী থানার, পূর্ব পুঁইছড়ি (হাসিনার বড় বাড়ি) এলাকার বাসিন্দা।
র্যাব-৭, চট্টগ্রাম এর সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামী মোঃ জসীম উদ্দিন প্রকাশ জোস্যা ডাকাত (৩৩) এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় এবং কক্সবাজার জেলার পেকুয়া থানায় হত্যা, হত্যা চেষ্টা, অস্ত্র, অপহরণ , চাঁদাবাজি, মাদক এবং বন মামলাসহ মোট ১২ টি মামলা রয়েছে। বাঁশখালী থানার পুঁইছড়ি এলাকার কুখ্যাত জোস্যা ডাকাত জিজ্ঞাসাবাদে আরো জানা যায় সে দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজে ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে।
গ্রেপ্তারকৃত জোস্যা ডাকাত এবং উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।