শিরোনাম
◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৯:৩৭ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৯:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীর শ্লীলতাহানীর অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা

লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় নারীর শ্লীলতাহানী অভিযোগে সৈয়দ নুর (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। তবে, নিহত যুবকের পরিবারের দাবি মানসিক ভারসাম্যহীন ছিলেন সৈয়দ নুর।

বুধবার (৩১মার্চ) দিনগত রাত তিনটার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ডাক বাংলা এলাকায় এ ঘটনায় ঘটে। নিহত যুবক একই উপজেলার আধুনগর হাতিয়ারপুল এলাকার মো. ইসলামের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে মানসিক ভারসাম্যহীন সৈয়দ নুর চুনতি ডাক বাংলো এলাকার মনছুর আলমের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় বাড়িতে থাকা গৃহবধূকে যৌন হয়রানির চেষ্টা করলে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসীর পিটুনিতে ছৈয়দ নুর মারা যায়।

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু, লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, চুনতির পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাফিকুল ইসলাম জামান।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়