শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৯:৩৭ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৯:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীর শ্লীলতাহানীর অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা

লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় নারীর শ্লীলতাহানী অভিযোগে সৈয়দ নুর (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। তবে, নিহত যুবকের পরিবারের দাবি মানসিক ভারসাম্যহীন ছিলেন সৈয়দ নুর।

বুধবার (৩১মার্চ) দিনগত রাত তিনটার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ডাক বাংলা এলাকায় এ ঘটনায় ঘটে। নিহত যুবক একই উপজেলার আধুনগর হাতিয়ারপুল এলাকার মো. ইসলামের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে মানসিক ভারসাম্যহীন সৈয়দ নুর চুনতি ডাক বাংলো এলাকার মনছুর আলমের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় বাড়িতে থাকা গৃহবধূকে যৌন হয়রানির চেষ্টা করলে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসীর পিটুনিতে ছৈয়দ নুর মারা যায়।

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু, লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, চুনতির পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাফিকুল ইসলাম জামান।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়