শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৭:০৯ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে হেফাজতের তাণ্ডব পুলিশের দু’মামলায় ৬ বছর আগে মৃত বিএনপি’র নেতার নাম

মনজুর অনিক: মুখস্ত বিদ্যা ভয়ংঙ্কর তার প্রমাণ করেছে নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন। ২৮ মার্চ হেফাজতের তান্ডব লিলার ঘটনায় দায়ের করা ২টি মামলায় ৬ বছর আগে মৃত্যু বিএনপি’র এক এক নেতার নাম মামলায় অন্তভুক্ত করা হয়েছে।

[৩] গত সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বাদি হয়ে নাশকতার অভিযোগ এনে এ মামলা দুটি করেন। গত রোববার হেফাজতের ডাকা হরতালে ভাঙচুর,অগ্নিসংযোগসহ নাশকতার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দু’টি করেছে পুলিশ৷ এদিকে খোঁজ নিয়ে জানা যায়, ২০১৬ সালের ২৪ জিসেম্বর তিনি কারাগারে বন্দী অবস্থায় মারা গিয়েছিলেন।

[৪] ওই বছরি ৩ নভেম্বর নাশকতার অভিযোগে একটি মামলায় গ্রেফতার হন তিনি। পরে কারাগারে বন্দী অবস্থাতে তার মৃত্যু হয়। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও প্রচার পেয়েছিল। বিএনপি নেতারা বলছে, হেফাজতের হরতালে তাদের সমর্থন ছিল না। সরকার তাদের ঘায়েল করার জন্য এই মামলাগুলোতে আসামি করেছে।

[৫] বিএনপি’র একাধিক নেতা বলেন,পুলিশের করা পাঁচ মামলার দু’টি মামলার বাদী হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু শাহাদাৎ মোহাম্মদ শাহীন ও কাজল চন্দ্র মজুমদার। এসআই শাহীনের করা মামলায় ২৫ নম্বর আসামি করা হয়েছে মৃত বিএনপি নেতা আলী হোসেন প্রধানকে এবং এসআই কাজল ৭ নম্বর আসামি করেছেন আলী হোসেন প্রধানকে।

[৬] বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, কয়েক মাস আগে আমরা তাঁর মৃত্যুবার্ষিকী পালন করেছি। তাকেও আসামি করার মানে হলো এই মামলা মনগড়া তা প্রমাণিত হওয়া। পূর্বের গায়েবি মামলার আসামিদের তালিকা ধরে ধরে এবং সরকারি দলের লোকজনের প্রেসক্রিপশনে পুলিশ এমন মামলা করেছে। অন্যথায় ৫ বছর পূর্বে মারা যাওয়া ব্যক্তির নাম আসা সম্ভব না।

[৭] এদিকে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন,মামলার এজাহারের খসড়ায় ভুলক্রমে আলী হোসেন প্রধানের নাম টাইপ করা হয়েছিল। সংশোধন করে আদালতে মামলার কাগজপত্র পাঠানো হয়েছে। তবে পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, আদালতে মামলার যে কাগজপত্র পাঠানো হয়েছে তাতেও মৃত আলী হোসেন প্রধানের নাম রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়