শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০২:১৬ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় ইয়াবাসহ চার রোহিঙ্গা মাদক কারবারি আটক

কায়সার হামিদ:[২] উখিয়ার বালুখালী থেকে ৯ হাজার ৯৫০ ইয়াবাসহ ৪ রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

[৩] তারা হলো- থাইংখালি ক্যাম্প-১৩ এর ব্লক-এ/২ বাসিন্দা কালা মিয়ার ছেলে মোহাম্মদ সালাম (২১), আমান উল্লাহর ছেলে মোহাম্মদ রফিক (২৫), নুর ইসলামের ছেলে আব্দুল হাফেজ (২৪) ও মোহাম্মদ রিয়াজ (২১)।মঙ্গলবার (৩০ মার্চ) বিকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

[৪] বুধবার (৩১ মার্চ) সকাল ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১৫ এর সহাকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।তার দেয়া তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ বালুখালী ময়নারঘোনা ক্যাম্প নং-১১ এর রাস্তার মাথার বিপরীত পাশের শাহ জব্বারিয়া মেডিকেল হলের সামনে কক্সবাজার-টেকনাফ পাকা রাস্তার উপর ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দল অভিযানে যায়।

[৫] এ সময় পালিয়ে যাওয়ার প্রাক্কালে চারজনকে আটক করা হয়। পরে তাদের নিকট থেকে ৯৯৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

[৬] আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়