শিরোনাম
◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৪:৫২ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৪:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কওমী মাদরাসার জামাতখানা বন্ধ হলেও হেফজখানা স্বাস্থ্যবিধি মেনে চালু রাখার দাবি

ইসমাঈল ইমু: [২] রামপুরা উলন রোডের জামেয়া ইসলামীয়া শায়খ জাকারিয়া মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা আব্দুর রব ইউসুফি বলেন, ইতিমধ্যে মাদরাসার জামাতখানার শিক্ষার্থীদের ছুটি দেয়া হয়েছে। আর দাওরায় হাদিস পরীক্ষা বুধবার হওয়ার কথা ছিল তা আগামী শনিবার অনুষ্ঠিত হবে।

[৩] তিনি আরো বলেন, হেফজখথানায় যেসব শিক্ষার্থী রয়েছে তারা কেউ একবছর কেউ দু-তিন বছর ধরে কোরআন শরীফ মুখস্ত করছে। এ অবস্থায় তাদের ছুটি দিলে তারা ভুলে যাবে। এ কারণে স্বাস্থ্য বিধি মেনে তাদের মাদরাসায় রাখা যেতে পারে।

[৪] সরকারকে বিষয়টি অনুধাবনের আহবান জানিয়ে তিনি বলেন, একজন হাফেজ তৈরি হওয়ার পেছনে অনেক সময় প্রয়োজন। অর্ধেক কোরআন মুখস্ত করে পরে ভুলে গেলে সে আর কখনো হাফেজ হতে পারে না। সেক্ষেত্রে মাদরাসার হেফজখানা চালু রাখার দাবি জানান তিনি।

[৫] করোনার মধ্যে অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও কওমি মাদরাসায় পাঠদান চলছিল। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় আগামী ২২ মের পর খুলবে বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছে সরকার। এবার কওমি মাদরাসাও বন্ধ থাকার সিদ্ধান্ত দেওয়া হয়।

[৬] প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত নির্দেশনার ১০ নম্বরে বলা হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠান (প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাদরাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।

[৭] গত বছরের ৮ মার্চ দেশে করোনা শনাক্তের পর ১৮ মার্চ থেকে কওমি মাদরাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হলেও পরে কওমি মাদরাসাগুলো খুলে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়