বান্দরবান প্রতিনিধি:[২] মঙ্গলবার (৩০ মার্চ)বাগমারা ডলুছড়া নতুন পাড়া রাস্তার পাশে কাঠ ভর্তি করা অবস্থায় একটি পিকাপ গাড়ি স্লিপ করে ৩০০ ফুট পাহাড়ি খাদে পড়ে যায়৷ এতে চালক গুরুতর আহত হয়।
[৩] সূত্রের তথ্যমতে জানা যায় যে, চালক বাগমারা যুগেশ কাবারী পাড়ার ক্য ই নং তঞ্চঙ্গ্যা ছেলে পেসাকিয়া তঞ্চঙ্গ্যা (স্বপন) (৪০)।
[৪] আশঙ্কাজনক অবস্থায় তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেয়া হয় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মধ্যপথে তিনি মৃত্যুবরণ করেন ।সম্পাদনা:অনন্যা আফরিন