শিরোনাম
◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০২:৫৯ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালী পৌরসভার সিরাজশাহ মাজার ও সরল কাহারঘোনা সংযোগ সড়কের বেহাল দশা

কল্যাণ বড়ুয়া: [২] চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার আস্করিয়া পাড়ার সিরাজ শাহ মাজার এলাকা থেকে সরলের কাহারঘোনা মিনজীরিতলা সড়কটি খানাকন্দে ভরে গিয়ে চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। এমনকি বেশ কয়েকটি স্থানে বসানো ইট গুলো খসে পড়ায় এবং উঠে গিয়ে গর্তের সৃষ্ঠি হওয়ায় চলাচল করতে কষ্ট পোহাতে হচ্ছে জনগন। এছাড়া পৌরসভার আস্করিয়া পাড়ার সিরাজ শাহ মাজার এলাকায় সড়কের ইটগুলে উঠে গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিন নানা ধরনের দুঘর্টনা ঘটছে। অধিকাংশ সড়কের বেহাল দশার পাশাপাশি পৌরসভার যে কয়েকটি সড়ক রয়েছে।

[৩] আস্করিয়া সরল সংযোগ সড়কটি প্রায় ৫৬ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার কাজ গত নভেম্বরে শেষ হলেও একদিকে কার্পেটিং করছে অন্যদিকে উঠে যাচ্ছে এমন অভিযোগ জনগনের। এ সড়কে সিরাজশাহ মাজার থেকে সরল সংযোগ সড়ক পর্যন্ত অধিকাংশ ইট উঠে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।

[৪] প্রতিদিন এ সড়কে শতাধিক সিএনজি অটোরিক্সা চলে নিয়মিত। তার উপর মালামাল পরিবহনে চলছে বিভিন্ন ধরনের গাড়ির পাশাপাশি ছোট বড় অসংখ্যা ট্রাক কিন্তু দীর্ঘ সময় ধরে সংস্কার না হওয়ায় উঠে গেছে অধিকাংশ ইট। তার উপর রাস্তার দু,পাশে গড়ে উঠা দোকান, বাসা বাড়িতে দখলে চলে যাচ্ছে সড়কের জায়গা। সব মিলিয়ে জন চলাচলের গুরুপ্তপূর্ণ এ সড়কটির বেহাল অবস্থা হলেও সংস্কারে নেই কোনো উদ্যোগ।

[৫] সিএনজি অটোরিক্সা চালক জসীম, এনাম, কাদের সহ বেশ কয়েকজন চালক জানান, এ সড়কের ইট গুলো তুলো নিয়ে পাশের লোকজন। ফলে বিশাল গর্তের সৃষ্টি হয়। অনেকবার চালকের টাকা তুলে গর্ত ভরাট করেছে । এখন গর্তগুলো বড় হয়ে যাওয়াতে চালকদের পক্ষে আর সম্ভব হচ্ছে না।

[৬] স্থানীয় বলেন, এ সড়কটি গুরুপ্তপূর্ণ হলেও দু’পাশের দোকান ও বাড়িঘর তৈরিতে নিজেদের ইচ্ছে মতো দখল করে ফেললেও পৌর কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে ।

[৭] সরলের কাহারঘোনা মিনজীরিতলা অংশে সড়ক সংস্কার প্রসঙ্গে সরলের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী বলেন সরল অংশে সড়কের খারাপ হয়েছে তা পরিমাপ ও বাজেট হরা হচ্ছে অচিরেই এ কাজ শুরু হবে।

[৮] বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী বলেন, আমি চেষ্টা করছি পৌর এলাকার সাধ্যমত উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়