শিরোনাম
◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি ◈ মঈন আলীর ব‌্যা‌টে ব‌লে স্ব‌স্তির জয় পে‌লো সি‌লেট টাইটান্স ◈ নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে টিভিসি প্রকাশ করেছে সরকার  ◈  শিল্পকলা একাডেমী সংশোধন অধ্যাদেশে একাডেমির বিভাগ সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়েছে: চার অধ্যাদেশ অনুমোদন

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ১১:৪৫ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজার শহরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ফরিদুল মোস্তফা:[২] কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প চৌধুরীপাড়া এলাকায় আবদুর রহিম (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। জমি বিরোধের জের ধরেই প্রকাশ্যে তাকে নির্মম হত্যা করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে এই ঘটে।

[৩] নিহত আবদুর রহিম ওই এলাকার মৃত আবদুর রহিমের পুত্র। নিহতের স্ত্রী জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে আবদুর রহিমের সাথে তার ভাইবোনদের সাথে বিরোধ চলে আসছিলো।

[৪] এর জের ধরে তার ভাই তারেক, ইব্রাহিম ও তার স্ত্রী মুন্নি আকস্মিক নিজ বাড়িতে এসে হকিস্টিক ও ছুরি দিয়ে আঘাত করা শুরু করে। হামলাকারীরা তাকে ছুরি ও হকিস্টিক দিয়ে নির্মমভাবে আঘাত করে।

[৫] এতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের আবদুর রহিমের স্ত্রী দাবি করেন, জমি আত্মসাৎ করার কুমানসে পরিকল্পিতভাবে আবদুর রহিমকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ঘটনার কয়েকদিন আগ থেকে তারা এই পরিকল্পনা করে।

[৬] এই পরিকল্পনার সাথে আপন ভাই তারেক, ইব্রাহিম ও স্ত্রী মুন্নিসহ বোনেরাও জড়িত রয়েছে।ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া কক্সবাজার সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মানিক কুমার চৌধুরী বলেন, ভাইবোনেরা মিলে হত্যা করেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়