শিরোনাম
◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি ◈ কী ঘটেছিল, কী দেখে প্রাণ নিয়ে পালিয়েছিল ডাকাতদল? যা জানাগেল (ভিডিও) ◈ স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: ১৫ লাখ টাকা চুক্তিতে খুন, জড়িত তিন সহোদর ◈ ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯২, ‘ব্যাপক হত্যাকাণ্ডের’ শঙ্কা মানবাধিকার সংস্থার ◈ নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং ◈ বন্দরকে না জানিয়েই উধাও মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ ‘ক্যাপ্টেন নিকোলাস’ ◈ সাম্প্রদায়িক ইস্যুতে যাচাই-বাছাই ছাড়া বিবৃতি না দেওয়ার অনুরোধ

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ১১:৪৫ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজার শহরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ফরিদুল মোস্তফা:[২] কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প চৌধুরীপাড়া এলাকায় আবদুর রহিম (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। জমি বিরোধের জের ধরেই প্রকাশ্যে তাকে নির্মম হত্যা করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে এই ঘটে।

[৩] নিহত আবদুর রহিম ওই এলাকার মৃত আবদুর রহিমের পুত্র। নিহতের স্ত্রী জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে আবদুর রহিমের সাথে তার ভাইবোনদের সাথে বিরোধ চলে আসছিলো।

[৪] এর জের ধরে তার ভাই তারেক, ইব্রাহিম ও তার স্ত্রী মুন্নি আকস্মিক নিজ বাড়িতে এসে হকিস্টিক ও ছুরি দিয়ে আঘাত করা শুরু করে। হামলাকারীরা তাকে ছুরি ও হকিস্টিক দিয়ে নির্মমভাবে আঘাত করে।

[৫] এতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের আবদুর রহিমের স্ত্রী দাবি করেন, জমি আত্মসাৎ করার কুমানসে পরিকল্পিতভাবে আবদুর রহিমকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ঘটনার কয়েকদিন আগ থেকে তারা এই পরিকল্পনা করে।

[৬] এই পরিকল্পনার সাথে আপন ভাই তারেক, ইব্রাহিম ও স্ত্রী মুন্নিসহ বোনেরাও জড়িত রয়েছে।ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া কক্সবাজার সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মানিক কুমার চৌধুরী বলেন, ভাইবোনেরা মিলে হত্যা করেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়