শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ১১:৪৫ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজার শহরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ফরিদুল মোস্তফা:[২] কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প চৌধুরীপাড়া এলাকায় আবদুর রহিম (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। জমি বিরোধের জের ধরেই প্রকাশ্যে তাকে নির্মম হত্যা করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে এই ঘটে।

[৩] নিহত আবদুর রহিম ওই এলাকার মৃত আবদুর রহিমের পুত্র। নিহতের স্ত্রী জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে আবদুর রহিমের সাথে তার ভাইবোনদের সাথে বিরোধ চলে আসছিলো।

[৪] এর জের ধরে তার ভাই তারেক, ইব্রাহিম ও তার স্ত্রী মুন্নি আকস্মিক নিজ বাড়িতে এসে হকিস্টিক ও ছুরি দিয়ে আঘাত করা শুরু করে। হামলাকারীরা তাকে ছুরি ও হকিস্টিক দিয়ে নির্মমভাবে আঘাত করে।

[৫] এতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের আবদুর রহিমের স্ত্রী দাবি করেন, জমি আত্মসাৎ করার কুমানসে পরিকল্পিতভাবে আবদুর রহিমকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ঘটনার কয়েকদিন আগ থেকে তারা এই পরিকল্পনা করে।

[৬] এই পরিকল্পনার সাথে আপন ভাই তারেক, ইব্রাহিম ও স্ত্রী মুন্নিসহ বোনেরাও জড়িত রয়েছে।ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া কক্সবাজার সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মানিক কুমার চৌধুরী বলেন, ভাইবোনেরা মিলে হত্যা করেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়