শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৭:৫০ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরাট কোহলির অধিনায়কত্বের ভূয়সী প্রশংসায় সুনীল গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : [২] বেশ কয়েক বছর ধরেই ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন বিরাট কোহলি। তার অধিনায়কত্বে বিভিন্ন ফর্ম্যাটে বেশ ভালো ফর্মেই রয়েছে দল। করোনা পরবর্তীতে ভারত যেটুকু ক্রিকেট খেলেছে, একেবারে অপ্রতিরোধ্য লেগেছে তাদের । সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ধরনের ক্রিকেটেই তাদেরকে একেবারে দুরমুশ করেছে বিরাট কোহলির ভারত। বিপক্ষের একেবারে চোখে চোখ রেখে তাদেরকে লড়াইটা পৌঁছে দিয়েছে তারা।

[৩] ভারতীয় দলের এমন লড়াকু মনোভাব দেখে যারপরনাই খুশি ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাস্কার। তিনি মনে করেন অধিনায়ক হিসেবে বিরাটকে শুধু ভাগ্যবান বলাটা ভুল হবে। যথেষ্ট বুদ্ধিমত্তা এবং আক্রামনাত্মক মেজাজেই বিরাট অধিনায়কত্বের গুরুদায়িত্ব সামলেছেন। যে কোনও ফরম্যাটে, যে কোনও পরিবেশে, যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে দলের বেশিরভাগ সদস্য নিজেদের সেরাটা মেলে ধরতে সক্ষম হয়েছে।

[৪] পুনেতে শেষ ম্যাচে জিতে ইংরেজদের বিরুদ্ধে জয় ২-১ ব্যবধানে একদিনের সিরিজ জিতে নিয়েছে ভারত। এই উপলক্ষে বলতে গিয়ে গাভাস্কার বলেন, একজন অধিনায়ক তখনই ভালো, যখন তার দল মাঠে ভালো ফল করে। বা বলা ভালো একজন অধিনায়ক ততটাই ভালো, যতটা তার দল। সবসময় এই নীতিতে বিশ্বাস করি আমি।

[৫] বিরাটের দলে একাধিক দুরন্ত ওপেনিং ব্যাটসম্যান আছে। ক্রিকেটের সবধরণের ফর্ম্যাটের জন্য রয়েছে শক্তিশালী মিডল অর্ডার। বোলিং আক্রমণেও রয়েছে বৈচিত্র। উইকেটরক্ষক হিসেবে পন্ত ক্রমশ উন্নতি করেছে নিজের খেলার। গোটা দল ভালো ফিল্ডিং করছে। এমন ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বিরাটের দলকে ভবিষ্যতে আটকানো মুশকিল।

[৬] গাভাস্কার আরও বলেন, ক্রিকেটে প্রথম একাদশের সবাই একটি ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারে না। সেটাই স্বাভাবিক। তবে বিরাটের এই ভারতীয় দলে একাধিক ম্যাচ জেতানোর ক্ষমতা রাখা ক্রিকেটার রয়েছে। ফলে প্রতি ম্যাচেই চার-পাঁচজন নিজেদের মেলে ধরছে। আর ঠিক এই কারণেই এই দল অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।

[৭] গাভাস্কার আরও বলেন, গত চার মাসে ব্যাটসম্যান হিসেবে পন্ত উন্নতি করেছে। আমার কাছে যা অত্যন্ত খুশির বিষয়। পন্ত আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাট করলেও অসাধারণ সব শট খেলছে। বেশিরভাগ ইনিংসে এটাই দেখা গিয়েছে। দলের পরিস্থিতি বুঝে ব্যাটিংয়ের সময় পন্ত বুদ্ধিমত্তার প্রয়োগ করছে। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়