শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ১২:৩৯ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক লাইভে এসে উস্কানিমূলক পোস্ট দেওয়ায় গ্রেপ্তার এক যুবক

রাজু চৌধুরী: চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকায় পুলিশের আড়ালে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়ে ধর্মীয় অনুভূতিতে উষ্কানী প্রদান, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো সহ মান হানিকর মন্তব্য প্রকাশ, আক্রমণাত্মক ও মিথ্যা তথ্য প্রদান করায় ০১ জনকে গ্রেপ্তার করেছে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ এই সময় ০১টি মোবাইল উদ্ধার করা হয়।

সোমবার (২৯ মার্চ) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো নেজাম উদ্দিন জানান, গত রবিবার এসআই মোঃ সাদ্দাম হোসেন সঙ্গীয় অফিসার এসআই মোহাম্মদ আইয়ুব উদ্দিন, কনস্টেবল সাহাব উদ্দিন, কনস্টেবল রফিকুল ইসলাম, ফোর্স সহ স্পেশাল-২১ ও আইন-শৃঙ্খলা নিরাপত্তা ডিউটি করাকালে কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে রাস্তার উপর ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্রিফিং করাকালে  উক্ত  যুবক নিজেকে আড়াল করে পুলিশের ভিডিও লাইভ সম্প্রচার করার সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।

পুলিশ জানায়, তার বক্তব্য ও আচার আচরন সন্দেহজনক মনে হওয়ায় এসআই মোঃ সাদ্দাম হোসেন তার হাতে থাকা মোবাইল সেট যাচাই করে দেখেন তার মধ্যে রায়হান (২২) নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে বলেন, ‘আন্দরকিল্লা জামে মসজিদের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন কিছু একটা হতে চলেছে।’

এ সময় তাকে সন্দেহজনক মনে হওয়ায় ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে করে পুলিশ। তিনি চান্দগাঁও এলাকার বি ব্লক ১০ নং রোডে বসবার করেন। তার পিতার নাম আব্দুল গফুর এবং মাতার নাম রোজিনা আক্তার।  স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করেও গত দু’দিন ফেসবুকে তাঁর নামে মানহানিকর পোস্টও করে  রায়়হান। একইসাথে ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা জিহাদের ডাক দিয়েছেন বলে উস্কানিমূলক লেখালেখিও পোস্ট করেন।

আটকের পর রিয়েলমি হ্যান্ডসেটটিও জব্দ করে পুলিশ।পরে এসআই মোঃ সাদ্দাম হোসেন বাদি হয়ে এজাহার দায়ের করলে যুবক রায়হানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে ২০১৮ এর ২১(২)/২৫(২)/২৮(২)/২৯(১)/৩১(২) এর ধারায় ০১টি মামলা রুজু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়