শিরোনাম
◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও)

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ১২:৩৯ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক লাইভে এসে উস্কানিমূলক পোস্ট দেওয়ায় গ্রেপ্তার এক যুবক

রাজু চৌধুরী: চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকায় পুলিশের আড়ালে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়ে ধর্মীয় অনুভূতিতে উষ্কানী প্রদান, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো সহ মান হানিকর মন্তব্য প্রকাশ, আক্রমণাত্মক ও মিথ্যা তথ্য প্রদান করায় ০১ জনকে গ্রেপ্তার করেছে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ এই সময় ০১টি মোবাইল উদ্ধার করা হয়।

সোমবার (২৯ মার্চ) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো নেজাম উদ্দিন জানান, গত রবিবার এসআই মোঃ সাদ্দাম হোসেন সঙ্গীয় অফিসার এসআই মোহাম্মদ আইয়ুব উদ্দিন, কনস্টেবল সাহাব উদ্দিন, কনস্টেবল রফিকুল ইসলাম, ফোর্স সহ স্পেশাল-২১ ও আইন-শৃঙ্খলা নিরাপত্তা ডিউটি করাকালে কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে রাস্তার উপর ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্রিফিং করাকালে  উক্ত  যুবক নিজেকে আড়াল করে পুলিশের ভিডিও লাইভ সম্প্রচার করার সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।

পুলিশ জানায়, তার বক্তব্য ও আচার আচরন সন্দেহজনক মনে হওয়ায় এসআই মোঃ সাদ্দাম হোসেন তার হাতে থাকা মোবাইল সেট যাচাই করে দেখেন তার মধ্যে রায়হান (২২) নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে বলেন, ‘আন্দরকিল্লা জামে মসজিদের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন কিছু একটা হতে চলেছে।’

এ সময় তাকে সন্দেহজনক মনে হওয়ায় ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে করে পুলিশ। তিনি চান্দগাঁও এলাকার বি ব্লক ১০ নং রোডে বসবার করেন। তার পিতার নাম আব্দুল গফুর এবং মাতার নাম রোজিনা আক্তার।  স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করেও গত দু’দিন ফেসবুকে তাঁর নামে মানহানিকর পোস্টও করে  রায়়হান। একইসাথে ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা জিহাদের ডাক দিয়েছেন বলে উস্কানিমূলক লেখালেখিও পোস্ট করেন।

আটকের পর রিয়েলমি হ্যান্ডসেটটিও জব্দ করে পুলিশ।পরে এসআই মোঃ সাদ্দাম হোসেন বাদি হয়ে এজাহার দায়ের করলে যুবক রায়হানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে ২০১৮ এর ২১(২)/২৫(২)/২৮(২)/২৯(১)/৩১(২) এর ধারায় ০১টি মামলা রুজু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়