ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের খারাংখালীতে বকেয়া টাকা নিয়ে কথা কাটাকাটির জেরধরে ছুরিকাঘাতে নুরুল্লাহ নামে এক যুবক নিহত হয়েছেন।
[৩] রবিবার বিকেলে হোয়াইক্যং ইউপি নয়াবাজার পূর্ব সাতঘরিয়া পাড়ায় প্রধান সড়কের পশ্চিম পাশের এ ঘটনা ঘটে।নিহত নুরুল্লাহ(২৫)হোয়াইক্যং ইউপি পূর্ব মহেশখালীয়া পাড়ার নুরুল আলম প্রকাশ লেড়ু ছেলে।
[৪] স্থানীয়রা জানায়,২৮মার্চ (রবিবার )বিকেলে ফরিদ আলম মাদক বিক্রির বকেয়া টাকার জন্য নুরুল্লাহকে নয়াবাজার পূর্ব সাতঘরিয়া পাড়ায় প্রধান সড়কের পশ্চিম পাশের রাস্তায় ডাকলে সে সরল বিশ্বাসে যায়।তখন টাকা আদায়কে কেন্দ্র করে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হলে ফরিদ ক্ষুদ্ধ হয়ে নুরুল্লাহকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। তখন নুরুল্লাহ চিৎকার করলে পাশ্ববর্তী এলাকার লোকজন খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রে নিলে।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
[৫] টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ হাফিজুর রহমান বলেন,লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।