শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৭:১৯ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেনীতে হেফাজতের হরতাল পালিত

শাহজালাল ভূঞা: [২] ফেনীতে হেফাজতে ইসলাম বাংলাদেশে গতকাল রোববার ডাকা দেশব্যাপি হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতালে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকলেও সীমিত আকারে শহরে যানবাহন চলাচল করেছে। তবে অধিকাংশ দোকান পাঠ ছিলো বন্ধ। হরতাল চলাকালে শহরের সেন্ট্রাল স্কুলের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ করে দূর্বৃত্তরা। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। এছাড়াও শহরের জিরো পয়েন্ট হাকিমস্ দোকানের সামনে পুরোনে জিনিসে আগুন ধরিয়ে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত আগুন নিভিয়ে ফেলে।

[৩] এদিকে হরতাল সমর্থনে সকালে শহরে মিছিল বের করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মিছিলটি শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জহিরিয়া মসজিদের সামনে শেষ হয়।

[৪] জেলা হেফাজতের সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ ভূইয়ার সভাপতিত্বে হেফাজত নেতা ওমর ফারুক, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা একরামুল হক, আবুল খায়ের মাছুম প্রমুখ বক্তব্য রাখেন।

[৫] এদিকে রোববার বিকেলেও শহরের মিজান রোড থেকে এক মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাংক রোডের দোয়েল চত্বরে সমাবেশ করে।

[৬] সমাবেশে জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করেছি। পিকেটিং করেছি তবে কোন ধরণের সহিংস কর্মসূচী আমাদের ছিলো না। ইসলামের উপর যারা আঘাত হানবে তাদের কঠোর হাতে দমন করা হবে। তিনি আরো বলেন, ‘আমরা কাউকে ক্ষমতায় বসাতে বা কাউকে ক্ষমতা থেকে নামাতে আন্দোলন করছি না। আমরা ইসলামের ধারক ও বাহক। আমাদের রক্ত বিথা যাবে না। যারা আমাদের উপর আঘাত করতে তাদেরকে আমরা রুখে দেব।’

[৭] ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার ইসলাম বলেন, হরতালে নাশকতাসহ কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মাঠে কাজ করেছে। বিকেল পর্যন্ত জেলায় কোথাও কোন বড় ধরনের দূর্ঘটনা ঘটেনি। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়