শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৭:১৯ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেনীতে হেফাজতের হরতাল পালিত

শাহজালাল ভূঞা: [২] ফেনীতে হেফাজতে ইসলাম বাংলাদেশে গতকাল রোববার ডাকা দেশব্যাপি হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতালে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকলেও সীমিত আকারে শহরে যানবাহন চলাচল করেছে। তবে অধিকাংশ দোকান পাঠ ছিলো বন্ধ। হরতাল চলাকালে শহরের সেন্ট্রাল স্কুলের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ করে দূর্বৃত্তরা। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। এছাড়াও শহরের জিরো পয়েন্ট হাকিমস্ দোকানের সামনে পুরোনে জিনিসে আগুন ধরিয়ে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত আগুন নিভিয়ে ফেলে।

[৩] এদিকে হরতাল সমর্থনে সকালে শহরে মিছিল বের করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মিছিলটি শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জহিরিয়া মসজিদের সামনে শেষ হয়।

[৪] জেলা হেফাজতের সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ ভূইয়ার সভাপতিত্বে হেফাজত নেতা ওমর ফারুক, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা একরামুল হক, আবুল খায়ের মাছুম প্রমুখ বক্তব্য রাখেন।

[৫] এদিকে রোববার বিকেলেও শহরের মিজান রোড থেকে এক মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাংক রোডের দোয়েল চত্বরে সমাবেশ করে।

[৬] সমাবেশে জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করেছি। পিকেটিং করেছি তবে কোন ধরণের সহিংস কর্মসূচী আমাদের ছিলো না। ইসলামের উপর যারা আঘাত হানবে তাদের কঠোর হাতে দমন করা হবে। তিনি আরো বলেন, ‘আমরা কাউকে ক্ষমতায় বসাতে বা কাউকে ক্ষমতা থেকে নামাতে আন্দোলন করছি না। আমরা ইসলামের ধারক ও বাহক। আমাদের রক্ত বিথা যাবে না। যারা আমাদের উপর আঘাত করতে তাদেরকে আমরা রুখে দেব।’

[৭] ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার ইসলাম বলেন, হরতালে নাশকতাসহ কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মাঠে কাজ করেছে। বিকেল পর্যন্ত জেলায় কোথাও কোন বড় ধরনের দূর্ঘটনা ঘটেনি। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়