শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৪:০০ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৯:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেফাজত তাণ্ডব বন্ধ না করলে কঠোর অবস্থান নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আনিস তপন: [২] আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, গুজব ছড়িয়ে দেশে নাশকতার চেষ্টা করা হচ্ছে। অহেতুক বিশৃঙ্খল অবস্থা তৈরি করে সরকারি সম্পত্তি নষ্ট করা, জানমালের ক্ষতি করা, এটা কাম্য নয়। এর তীব্র নিন্দা জানাচ্ছি।

[৩] তিনি বলেন, হরতাল ডেকে বিশৃঙ্খলা সৃষ্টি করে সুন্দর, শান্তিপূর্ণ দেশ পরিচালনা ব্যাহত করতেই এসব অপচেষ্টা। শুধু হেফাজত নয়, বাঁশের কেল্লার সম্পৃক্ততা প্রমাণ করে যারা আগে সন্ত্রাস ও জঙ্গি সংগঠন করেছিল তাদের সম্পৃক্ততা থাকতে পারে।

[৪] তাদের রণকৌশল জানান দিচ্ছে জামায়াত-শিবির, হরকাতুল জিহাদ ও বিএনপির মদদ চলমান এই নাশকতায় থাকতে পারে। সবকিছু খতিয়ে দেখছি। এতিম ও ছোট্ট ছোট্ট শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রকৃতপক্ষে এসব শিশুরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। গুজব সৃষ্টি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করে উত্তেজনা তৈরি করা হচ্ছে।

[৫] আসাদুজ্জামান খান কামাল বলেন, রোববার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে একজন সাংবাদিক আহত হয়েছেন। ছাত্রলীগ, আওয়ামী লীগ ও জেলা পরিষদের চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত পুড়িয়ে ফেলা হয়েছে। সরকার নমনীয় নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছি মাত্র।

[৬] রোববার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সম্পাদনা: রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়