শাহীন খন্দকার, মহসীন কবির: [২] স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব মতে দেশে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৫ মারা গেছে আর নতুন শনাক্ত হয়েছে ৩৯০৮ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ১৯ জন।
[৩] এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৯৪১ জন। মোট আক্রান্ত হয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৭১৪জন। মৃত ৩৫ জনের মধ্যে পুরুষ ২১ নারী ১৪ জন। ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রামে ২ রাজশাহীতে ২ বরিশালে ৫ খুলনাতে ১ জন। এদের মধ্যে হাসপাতালে ৩৫ জনের মৃত্যু হয়েছে।
[৪] অধিদপ্তরের হিসেবে করোনা চিকিৎসায় মোট শয্যা রয়েছে ৯৮০৭টি। এর মধ্যে ভর্তি রোগী রয়েছে ৩৫৪৫ জন। আর খালি রয়েছে ৬,২৬২টি শয্যা। মোট আইসিইউ রয়েছে ৫৭৮টি এর মধ্যে ভর্তি রোগী রয়েছে ৩৫৮ আর খালি রয়েছে ২২০টি।
[৫] সারাদেশে অক্সিজেন সিলিণ্ডারের সংখ্যা ২৪৭১১ টি, হাইফ্লো ন্যাজাল ক্যানুলা রয়েছে ৭২৭টি এবং অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে ৯১৩টি, ভেন্টিলেটর ৬২০টি।