বাশার নূরু: [২] নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাষ্ট্র প্রধান ও সরকার প্রধানরা সশরীরে এসে বাংলাদেশকে সন্মানিত করেছেন।
[৩] তিনি বলেন, দেশের উন্নয়ন এবং অগ্রগতির জন্য সারা পৃথিবীর সরকার প্রধান ও রাষ্ট্র প্রধানরা আমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আঞ্চলিক রাষ্ট্রের সরকার ও রাষ্ট্র প্রধানরা নিজে সশরীরে এসে বাংলাদেশকে সন্মানিত করেছেন। তারা এই অগ্রযাত্রার উদযাপনে অংশগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব সেই জায়গায় অবস্থান করেছে বলেই আমাদের এই অর্জনগুলো সম্ভব হয়েছে।
[৪] তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের অর্থনীতির যে ভিত্তি রচনা করে দিয়েছিলেন, সেই ভিত্তির ওপরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে নিয়ে গেছেন। একই ধারায় আমরা উন্নত দেশে পৌঁছাবো।
[৫] ‘দেশে সান্ধ্য আইন চলছে’, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই অভিযোগের জবাবে নৌ প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান দেশকে অন্ধকারে নিয়ে গিয়েছিলেন। আমৃত্যু তিনি সান্ধ্য আইন দিয়ে দেশ শাসন করেছিলেন। সেই অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশকে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গর্ব ও মর্যাদার জায়গায় নিয়ে গেছেন।
[৬] খালিদ মাহমুদ বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে কখনোই এই দেশকে পিছিয়ে দেওয়া যাবে না। বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে উঠেছে, এই কারণেই তাদের গাত্রদাহ। তারা সাম্প্রদায়িকতার কথা বলে। তারা বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়। প্রতিবেশি দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেশকে অন্ধকারে ঠেলে দিতে চায়। তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ কায়েম করে প্রতিবেশি দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছিল। শায়খ আবদুর রহমান ও বাংলাভাই তৈরি করে পৃথিবী থেকে বন্ধুহীন হয়ে পড়েছিল। তারা দেশকে আবারও সেই পথে নিতে চায়। তাই তারা এসব অপকর্ম করছে যেন বাংলাদেশ সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ, তাদের এজেন্ডা হচ্ছে যুদ্ধাপরাধীদের এজেন্ডা।
[৭] শনিবার দিনাজপুরের সেতাবগঞ্জে শহীদ মিনার প্রাঙ্গণে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘স্বল্পোনত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বোচাগঞ্জ উপজেলা পরিষদ অনুষ্ঠানটির আয়োজন করে।
[৮] উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাফরুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর প্রমুখ।