আসাদুজ্জামান বাবুল : [২] গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শায়িত জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামীকাল শনিবার ২৭ শে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। সাথে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
[৩] নরেন্দ্র মোদী এই প্রথম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন। হ্যালিপ্যাড থেকে সমাধীসৌধ প্রায় কোয়াটার কিলোমিটার পথে লাল গালিচা বিছানা হয়েছে। দু,দেশের দুই প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে টুঙ্গিপাড়াসহ গোটা জেলায় সব্বোর্চ্চ নিরাপাত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
[৪] নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে গোটা জেলা। দুই প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জাতিরপিতার সমাধী সৌধ সংলগ্ন এলাকাসহ গোটা জেলার সকল মোড়ে মোড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। টুঙ্গিপাড়া ও কাশিয়ানীর ওড়াকান্দির ৪/৫ কিলোমিটার এলাকা জুড়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।
[৫] এরআগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল (২৬শে মার্চ) শুক্রবার দুই দিনের সফরে ঢাকায় এসেছেন।
[৬] এই সফরে শনিবার বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও হরিচাঁদ ঠাকুরের বাড়ী ওড়াকান্দিতে আসবেন তিনি।
[৭] প্রতিবেশী রাষ্ট্রের এই সরকার প্রধানের আগমন ঘিরে নতুন রূপে সাজনোর সম্পূর্ণ প্রস্তুতি শেষ করা হয়েছে। নরেন্দ্র মোদির গোপালগঞ্জ সফর কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনার সৃষ্টি হয়েছে। কাশিয়ানীর ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের আদি ধর্মস্থান মোদীর সফরের খবরে উচ্ছ্বাসিত সেখানকার লোকজন। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন মোদি। পাশাপাশি গোপালগঞ্জে কাশিয়ানীর শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়িও পরিদর্শন করবেন তিনি। ওড়াকান্দি হচ্ছে মতুয়া মতবাদের প্রবক্তা হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান।
[৮] সারা পৃথিবীতে এই মতবাদের অনুসারী ৭ কোটি মানুষ ছড়িয়ে রয়েছে বলে জানিয়েছে ওড়াকান্দির ঠাকুর বাড়ীর লোকজন। এরমধ্যে সবচেয়ে বেশী ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে। মতুয়া অনুসারীদের প্রধান তীর্থস্থান হলো ওড়াকান্দির ঠাকুরবাড়ির হরিমন্দির । ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গোপালগঞ্জ ভ্রমণ উপলক্ষে বিশেষ নিরাপত্তার পাশাপাশি নতুন সাজে সাজানো হয়েছে বিভিন্ন স্থাপনা।
[৯] মার্চ সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী কালীমন্দির ভ্রমণের পর গোপালগঞ্জে যাবেন মোদি। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর মোদি যাবেন কাশিয়ানীর শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা দিতে।
[১০] সেখানে মতুয়া সম্প্রদায় তাকে ডঙ্কা কাশা ও উলুধ্বনির মাধ্যমে বরণ করবেন বলে জানান ঠাকুর পরিবারের সন্তান পদ্মনাথ ঠাকুর। নরেন্দ্র মোদির জন্য নতুন সাজে সাজানো হয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু সমাধি ও হরিচাঁদ ঠাকুরের মন্দির। সেখানে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে এক বৈঠকে মিলিত হবেন মোদী। ভারতের নানান জায়গায় অবস্থীত মতুয়াদের প্রায় ৪ থেকে ৫ কোটি ভোট পাওয়ার আসা বুকে বেধে ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুরের বাড়ীতে মোদীর এ সফর বলেও জানিয়েছেন ঠাকুর বাড়ীর মতুয়া সদস্যরা।