নুরনবী সরকার:[২] লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে জুয়েল নামে এক ব্যক্তিকে পিটিয়ে - পুড়িয়ে হত্যাকান্ডের ঘটনায় নতুন করে তদন্ত করছেন জেলা প্রশাসক। ওই দিনের ঘটনায় তৎকালীন ইউএনও কামরুন নাহারের দায়িত্ব পালনে অবহেলা ছিলো কি না তা তদন্ত করা হচ্ছে।
[৩] তবে স্থানীয়রা এ ঘটনায় বুড়িমারী ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজুল ইসলামের দায়িত্ব পালনে অবহেলা আছে বলে দাবী করেছেন। বৃহস্পতিবার সকালে বুড়িমারী ইউনিয়ন পরিষদ ভবনে এ তদন্ত শুরু হয়েছে।
[৪] জেলা প্রশাসক আবু জাফর বলেন, সেই দিনের ঘটনায় ৩ টি মামলা হয়েছে। এ পযর্ন্ত ৪৭ জনকে গ্রেফতারও করা হয়েছে। সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি দায়িত্ব পালনে তৎকালীন ইউএনও কামরুন নাহারের দায়িত্ব পালনে অবহেলা ছিলো কি না তা তদন্ত করা হচ্ছে।
[৫] উল্লেখ, গত ২৯ অক্টোবর বুড়িমারীতে কোরআন অবমাননার গুজব তূলে জুয়েল নামে ওই ব্যক্তিকে প্রথমে পিটিয়ে হত্যা করে পরে লাশ পুড়ি ফেলা হয়। জুয়েলের বাড়ি রংপুরের শালবন এলাকায়।সম্পাদনা:অনন্যা আফরিন