ডেস্ক রিপোর্ট : আলোচনা-সমালোচনা সবকিছু মিলেই সাকিব আল হাসান যেন সেরাদের সেরা। এই সেরা তারকার জন্মদিন ছিল বুধবার। ৩৪-এ পা রাখলেন। তবে জন্মদিন নিয়ে যেন খুব একটা মাথাব্যথা নেই তার। তাই তো আমেরিকা থেকে ফিরে জন্মদিনেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেমে পড়লেন অনুশীলনে।
আইপিএলের আগে কয়েকদিনের প্রস্তুতি সারতে সোমবার দেশে ফেরা সাকিব স্ত্রী-সন্তানকে যুক্তরাষ্ট্রে রেখে এসেছেন। দূরে থাকলেও স্ত্রী উম্মে আহমেদ শিশির শুভেচ্ছায় সিক্ত করেছেন জীবনসঙ্গীকে। এক ফেসুবক পোস্টে তিনি জানিয়েছেন, তার দেখা সবচেয়ে শক্তিশালী মানুষ সাকিবই।
শিশিরের ইংরেজীতে দেওয়া স্ট্যাটাসটি বাংলা ভাবানুবাদ ও লিঙ্কসহ দেওয়া হলো:
Happy birthday to my dear husband the toughest man I know! No matter how many battles you have to fight to live at the end of the day you hold the key to your success and be the winner! I love you & I’ll always be by your side and together we are strongest! Alhamdulillah ❤️❤️
‘শুভ জন্মদিন আমার প্রিয় জীবনসঙ্গী, আমার দেখা সবচেয়ে শক্তিশালী, অদম্য ও আপোষহীন মানুষ। সাফল্যের চাবিকাঠি ও বিজয়ী হতে জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে যত যুদ্ধই করতে হোক না কেন, কোনও ব্যাপার না। আমি তোমাকে ভালোবাসি এবং সব সময় তোমার পাশে থাকব। একসঙ্গে আমরা শক্তিশালী।’
Happy birthday to my dear husband the toughest man I know! No matter how many battles you have to fight to live at the...
Posted by Umme Ahmed Shishir Official on Wednesday, March 24, 2021